করিনা কাপুর খান ও সইফ আলি খানের পরিবারের জন্য সানডে ছিল ফানডে। দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান ওরফে জেহকে নিয়ে তাঁরা একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। যা আয়োজন করে আন্তর্জাতিক ইউটিউবার মিস্টারবিস্ট এবং লোগান পল। বর্তমানে ভারতে রয়েছে এই দুই তারকা।
সোশ্যাল মিডিয়ায় এই ইভেন্টের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিশেষ করে যেখানে-যেখাে দেখা যাচ্ছে তৈমুর আর জেহ-কে। এমনিতেই ‘সইফিনা’-র এই দুই সন্তান ইন্টারনেট সেনসেশন। এই অনুষ্ঠানে চকোলেট নিয়ে যা কাণ্ড ঘটাল স্টারকিড, তা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসও করবেন না। এক নেটনাগরিক লিখলেন, ‘মা-বাবা যতই বড়লোক হোক না কেন, সব বাচ্চাই এক’!
আরও পড়ুন: রটেছিল ডিভোর্সের খবর! ফের মা হতে চলেছেন নিম ফুলের 'মৌমিতা' মানসী, কবে আসছে দ্বিতীয় সন্তান
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি কাউন্টারে রাখা রয়েছে কিছু চকোলেটবার। সেগুলো নিয়েই ব্যস্ত জেহ। দু হাতে ধরতে পারছে না। তাও নিয়ে চলেছে। একই হাল দাদা তৈমুরেরও। শেষমেশ বাবা সইফকে বকা দিয়ে থামাতে হয়। নিয়ে যেতে হয় বাড়ির পথে। দুজনের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। মন করে নিয়েছে নেটিজেনদেরও।
আরও পড়ুন: সৃজিতের পর কি বাড়িতে সাপ রাখছেন শ্রীজাতও? ফেসবুকের ছবি দিতেই কমেন্ট পড়ল, ‘দুধ-কলা দিয়ে পুষবেন…’
একজন কমেন্ট করলে, ‘জেহ কিন্তু খুব মিষ্টি।’ আরেকজনের মন্তব্য, ‘ওরা জানেও না, ওদের মা-বাবার যে টাকা আছে তাতে ওরা পুরো চকোলেট ফ্যাক্টরি কিনে ফেলতে পারে’। আরেকজন কমেন্ট করলেন, ‘এই বাচ্চাদুটোকে নিয়ে ওর মা-বাবা সারাক্ষণ পাগল থাকে।’
আরও পড়ুন: ছোটবেলা হাঁটতে পারতেন না, India's Best Dancer 4 জিতলেন স্টিভ, পুরস্কার হিসেবে কত টাকা পেলেন তিনি
দেখুন সেই ভিডিয়োটি-
মাঝেমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয় জেহ আর তৈমুর। বিশেষ করে এই দুই বাচ্চার ট্যানট্রম নিয়ে চলে সমালোচনা। কদিন আগেই যেমন দেখা গিয়েছিল, নিজের বাড়ি থেকে বেরনোর সময় বাইরে অপেক্ষারত পাপারাৎজিদের দিকে তাকিয়ে রীতিমতো চিৎকার করে ওঠে সাড়ে ৩ বছরের ছেলেটি। আসলে সর্বক্ষণ যে ছবি তোলা হচ্ছে, ব্যাপারটা একেবারেই পছন্দ করে না সে।
আরও পড়ুন: ভুল ভুলাইয়া ৩ অশ্বমেধের ঘোড়া, পিছিয়ে গিয়েও হুঙ্কার সিংঘমের, ১০ম দিনে কার কত আয়
কাজের সূত্রে, করিনাকে সর্বশেষ দেখা গিয়েছে বাকিংহাম মার্ডারসে।