ব্যস্ততা যতই থাক, তারই মধ্যে সময় বের করে পরিবার ও আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে দেখা যায় কাপুর পরিবারের সদস্যদের। মাঝে মধ্যেই চলে জমিয়ে খানা-পিনা। সম্প্রতি এমনই এক জমকালো মধ্যাহ্নভোজ সারলেন করিশ্মা কাপুর ও নীতু কাপুররা। সেই ভোজের অংশ হয়েছিলেন, করিশ্মা কাপুর ও তাঁর কাকিমা নীতু কাপুর, মেয়ে সামাইরা, ভাতৃবধূ আলিয়া, কুণাল কাপুর, পিসতুতো ভাই আরমান জৈন ও তাঁর স্ত্রী আনিসা মালহোত্রা এবং পিসতুতো আত্মীয় নিতাশা নন্দা, নভ্য নাভেলি নন্দা।
জমাকালো মধ্যাহ্নভোজের কয়েক টুকরো মুহূর্ত ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন করিশ্মা ও নীতু কাপুর। মধ্যাহ্ন ভোজ শেষে সকলে মিলে ক্যামেরার সামনে পোজও দিলেন তাঁরা। কারিশ্মা পরেছিলেন একটি পিচ রঙের শার্ট, ফ্লারেড ডেনিম জিন্স এবং সাদা স্নিকার্স। নীতু কাপুরের পরনে ছিল সবুজ শার্ট, ডেনিম জিন্স এবং হিল জুতো, অন্যদিকে নভ্যা ও সামাইরা পরেছিলেন সাদা টি-শার্ট ও ডেনিম জিন্স। শুধু সকলে মিলে ক্যামেরার সামনে পোজ দেওয়াই নয়, মধ্যাহ্নভোজের রকমারি খাবারের ছবিও শেয়ার করেছেন করিশ্মা। হ্যাজট্যাগে দিয়েছেন 'সানডে লাঞ্চ' এবং 'ফ্যামিলি টাইম'। করিশ্মার শেয়ার করা ছবিতে ফ্রায়েড রাইস, নুডুলস সহ আরও অসংখ্যা পদ দেখা যাচ্ছে। মজা করে করিশ্মা লিখেছেন, ‘আমরা কি আরও কিছু খেতে পারতাম?’
এদিকে খুব শীঘ্রই ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ কারিশ্মাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে, যার নাম রীতা ব্রাউন। জি স্টুডিওর এই ওয়েব সিরিজটি অভীক বড়ুয়ার লেখা ‘দ্য সিটি অফ ডেথ’ বইটির উপর ভিত্তি করে তৈরি। যেখানে করিশ্মাকে একটি অল্পবয়সী মেয়ের হত্যার সমাধান করতে দেখা যাবে। 'ব্রাউন'-এ করিশ্মা ছাড়াও রয়েছেন হেলেন, সোনি রাজদান, সূর্য শর্মা এবং কে কে রায়না সহ অন্যান্যরা।
ব্রাউন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে করিশ্মা বলেছেন তিনি এই ওয়েব সিরিজের জন্য নিজেকে বদলে ফেলেছেন, যেমন বাংলা শিখেছেন, সিগারেল রোল করাও শিখেছেন, যদি বাস্তবে তিনি বিন্দুমাত্র ধূমপান করেন না বলেও জানিয়েছেন। এদিকে করিশ্মা ম্যাডক ফিল্মসের ব্যানারে ‘মার্ডার মুবারক’ বলে একটি ছবির শ্যুটিংও শুরু করেছেন।