করিশমা কাপুর নিজের কেরিয়ারে যথেষ্ঠ সফল, অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন কাপুর বাড়ির এই মেয়ে। তাঁর ফ্যান ফলোয়িং-এর সংখ্য়াও অগণিত। আজ তাঁর সিনেমা, ছবির গান অনেকেই পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে, কোরিওগ্রাফার গণেশ আচার্য্য করিশ্মার কেরিয়ারে তাঁর মা ববিতা কাপুরের ভূমিকা নিয়ে কথা বলেছেন। গণেশ আচার্য জানান, গোবিন্দার সঙ্গে ‘গোরিয়া চুরা না মেরা জিয়া’ গানের শুটিংয়ের সময় করিশ্মার মা ববিতা কাপুর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শুধু তাই নয়, ববিতার কারণে তাঁর মেয়ে করিশ্মাও আহত হন।
ঠিক কী বলেছেন গণেশ আচার্য?
পিঙ্কভিলা-কে দেওয়া সাক্ষাৎকারে গণেশ আচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘গোরিয়া চুরা না’ গানের শুটিংয়ের সময় কারিশমা কাপুর কি আহত হয়েছিলেন? তাঁর নাকি রক্তপাতও হয়েছিল! এর উত্তরে কোরিওগ্রাফার গণেশ আচার্য সম্মতি প্রকাশ করেন। বলেন, ‘হ্যাঁ, সেই হাঁটুর চোট। এর কারণও ছিলেন করিশ্মার মা ববিতা।’
আরও পড়ুন-শাহরুখ খানের ব্লকবাস্টর ছবির জন্যও গান লিখতে রাজি হননি জাভেদ আখতার, মুখ খুললেন গীতিকার
ঠিক কী ঘটেছিল?
গণেশ আচার্য বলেন, যখন গানের শ্য়ুটিং হচ্ছিল, তখন সেখানে ছিলেন ববিতা কাপুর। তিনি বলেন, ‘সেসময় গোবিন্দাজি একাই শট দিচ্ছিলেন, তবে ববিতাজি এসে জিগ্গেস করেন, উনি একা কেন শট দিচ্ছেন! আমি বলি, করিশ্মা শর্টস পরে আছে, গানের স্টেপস-এর জন্য ওর হাঁটুতে চোট লাগতে পারে, তাই ও এটা করবে না। সঙ্গে সঙ্গেই ববিতাজি বললেন, কেন করবে না! তুমি ওকে স্টেপস দেখাও, ও করবে।’
কোরিওগ্রাফার গণেশ আচার্য বলেন, তিনি এসব শুনে এতটাই ঘাবড়ে গিয়ে সহকারীকে কাজটি করতে বলেন। আর বেচারা করিশ্মা সেসময় কিছুই বলতে পারেনি। ও ওভাবেই শট দেয়। গানের শ্যুটিংয়ের কারণে ওর হাঁটুতে চোট লাগে, রক্ত বের হতে থাকে। আর গোবিন্দাজি হাঁটতে প্যাড পরেছিলেন, আর তার উপর বড় প্যান্ট পরেন, তাই তাঁর কিছুই হয়নি।'
মেয়ে করিশ্মার কেরিয়ারে ববিতার ভূমিকা
গণেশ সাক্ষাৎকারে বলেছিলেন যে, সেই কারিশ্মা কাপুর আজ কারিশ্মা। তবে একসময় ও খুবই কঠোর পরিশ্রম করেছে। আর তাতে ওর মা ববিতা কাপুরের বড় ভূমিকা ছিল। শুধু করিশ্মা নয়, করিশ্মা ও করিনা দুজনের জন্যই ববিতা কাপুরের বড় ভূমিকা ছিল। প্রসঙ্গত 'গোরিয়া চুরা না মেরা জিয়া' গানটি সুপার হিট একটি গান। এটা ১৯৯৬ সালে মুক্তি পাওয়া গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত ব্লকবাস্টার 'কুলি নং ১' সিনেমার গান।