করিশ্মা কাপুরের একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, আর সেই ভিডিয়ো দেখে সকলেই যে অতীতের দিনে ফিরে যেতে বাধ্য হয়েছেন সেটা বলাই বাহুল্য। অভিনেত্রী তাঁর ‘দিল তো পাগল হ্যায়’ ছবির ‘লে গায়ি’ গানে নেচে সকলকে তাক লাগিয়ে দিলেন। কোনও একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তাঁকে এই গানে নাচতে দেখা যায়।
এই গানের যে বিখ্যাত স্টেপ আছে সেটাই করিশ্মাকে করতে দেখা যায় ভিডিয়োতে। তার সঙ্গে তিনি দারুন মজার সব এক্সপ্রেশন দিচ্ছিলেন নাচ করতে করতে। শুধু তাই নয়, তাঁকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাতেও দেখা যায়। কালো রঙের একটি ড্রেস পরেছিলেন তিনি। পরিপাটি করে চুল আঁচড়ানো ছিল তাঁর। অভিনেত্রীর সঙ্গে তাঁর সেই বন্ধুও ছিলেন যাঁর বিয়েতে তিনি গিয়েছিলেন।
১৯৯১ সালে ববিতা কাপুর এবং রণধীর কাপুরের কন্যা করিশ্মা ‘প্রেম কয়েদি’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। তিনি হচ্ছেন কাপুর পরিবারের প্রথম মহিলা যিনি বাড়ির বাইরে পা রাখেন এবং দারুন জনপ্রিয়তা অর্জন করেন। ৯০ এর দশকের বহু ছেলের হার্টথ্রব ছিলেন তিনি।
দিল তো পাগল হ্যায় ছবিতে ত্রিকোণ প্রেমের সম্পর্ক দেখা গিয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, শাহরুখ খান এবং করিশ্মা কাপুর। যশ চোপড়া এই ছবির পরিচালনা করেছিলেন। ৯০ এর দশকের অন্যতম হিট ছবি ছিল এটা। ১৯৯৭ সালের সব থেকে বেশি ব্যবসা করেছিল এই ছবিটি। চলতি বছরে এই ছবি ২৫ বছর পূর্ণ করে ফেলল। সেই কথা মনে করে অভিনেত্রী এই ছবির সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘স্মৃতি যা চিরকাল থেকে যায়।’
করিশ্মা কাপুর যে ছবিগুলো শেয়ার করেছিলেন সেখানে প্রথম ছবিতে তাঁকে সেই বিখ্যাত কোওর্ড পোশাক পরে থাকতে দেখা যায়। এই পোশাকটি সেই সময় দারুন জনপ্রিয় হয়েছিল। এরপরের ছবিতে তাঁকে যশ চোপড়ার সঙ্গে দেখা যায়। সঙ্গে এই ছবির বিভিন্ন অংশের মূহুর্ত তিনি ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে যেখানে তাঁকে শাহরুখ খান, মাধুরীর সঙ্গে দেখা গিয়েছিল।
একা করিশ্মা নন, মাধুরী দীক্ষিতও এই ছবির ২৫ বছর পূর্তি হিসেবে ‘আরে রে আরে’ গানে নেচে সেটা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'দিল তো পাগল হ্যায় ছবির ২৫ বছর উদযাপন করছি। এই গানটি আমার সব থেকে পছন্দের। আপনার কোন গানটি পছন্দের?'
বহুদিন করিশ্মাকে বড়পর্দায় দেখা যায়নি। তাঁকে শেষবার জি ৫-এ এবং এএলটিবালাজির মেন্টালহুডে দেখা গিয়েছিল। এটার মাধ্যমেই তিনি ওয়েব জগতে পা রেখেছিলেন, তাঁর সঙ্গে এখানে সঞ্জয় সুরি, শিল্পা শুক্লা, শ্রুতি শেঠ প্রমুখকে দেখা গিয়েছিল।