বাংলা নিউজ > বায়োস্কোপ > Karisma Kapoor: 'নজরে আসার জন্য অনেক খাটতে হত', এখনকার অভিনেতাদের কি হিংসা করছেন করিশ্মা?

Karisma Kapoor: 'নজরে আসার জন্য অনেক খাটতে হত', এখনকার অভিনেতাদের কি হিংসা করছেন করিশ্মা?

এখনকার অভিনেতাদের কি হিংসা করছেন করিশ্মা?

Karisma Kapoor: সময়ের সঙ্গে অভিনেতাদের জীবনে কতটা বদল নজরে এল? করিশ্মা কী জানালেন ১৯৯০ এবং ২০২৩ এর মধ্যে তুলনা টেনে?

প্রায় তিন বছর পর কেরিয়ারের দ্বিতীয় ওয়েব সিরিজ নিয়ে ফিরে এলেন করিশ্মা কাপুর। তাঁর এই ওয়েব সিরিজের নাম ব্রাউন। এটি একটি ডার্ক ড্রামা। এখানে অভিনেত্রীকে কলকাতার এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে, তাঁর নাম রিতা ব্রাউন।

টিনেজার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন করিশ্মা। একাধিক সুপার হিট ছবিতে কাজ করার পর তিনি ২০০০ এর মাঝামাঝি দিকে তিনি তাঁর সন্তানদের লালন পালন করার জন্য অভিনয় জগৎ থেকে সরে আসেন। মানুষ করতে থাকেন তাঁর দুই সন্তান সামিরা এবং কিয়ানকে। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন তিনি যখন তাঁর কেরিয়ার শুরু করেন তখন নিজেকে প্রতিষ্ঠিত করতে কত কাঠখড় পোড়াতে হয়েছে যাতে লোকজনের নজরে আসা যায়।

১৯৯১ সালে প্রেম কয়েদি ছবির মাধ্যমে মাত্র ১৭ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন করিশ্মা কাপুর। এই ছবি বক্স অফিসে হিট করে যায়। এরপর তিনি সাপনে সজন কে, জিগার, রাজা বাবু, আন্দাজ, কুলি নম্বর ১, হিরো নম্বর ১ এর মতো একাধিক ব্লকব্লাস্টার ছবিতে কাজ করেন। ফিল্মফেয়ার থেকে জাতীয় ছবি পুরস্কার ইত্যাদি পেয়েছেন অভিনেত্রী।

তিনি ফিল্ম কম্প্যানিয়নকে নিজের কেরিয়ার থেকে সেই সময় এবং এখনকার অভিনেতাদের জনপ্রিয়তার তুলনা টেনে বলেন, 'ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেতাদের এখন সহজেই চিহ্নিত করা যায়। কিন্তু আমি যখন কেরিয়ার শুরু করি তখন মানুষের নজরে পড়ার জন্য যথেষ্ট কষ্ট করতে হতো। আর আমার কেরিয়ারের হিট ছবি হোক বা ফ্লপ ছবি সবটা মিলিয়েই আমার কেরিয়ার গড়ে তুলেছিল।'

তিনি আরও বলেন, 'আমি ডেভিডজির (ডেভিড ধাওয়ান) সঙ্গে কাজ করতে ভীষণ পছন্দ করতাম ঠিক যেমন আমি যশজি (যশ চোপড়া) বা শ্যামজির (শ্যাম বেনেগাল) সঙ্গে কাজ করার ক্ষেত্রে এনজয় করতাম। আমার কাছে ওটা একটা আলাদা সময় ছিল, আর প্রতিটা ছবি আমার জন্য বিশেষ ছিল।'

করিশ্মা একটি আদ্যোপান্ত সিনেমা জগতের সঙ্গে যুক্ত পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর বাবা রণধীর কপুর, মা ববিতা কাপুর তো বটেই তাঁর বোন করিনা কাপুরও জনপ্রিয় অভিনেতা। করিনা, করিশ্মা দুজনেই ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ থাকেন। নিজেদের রোজকার জীবনের টুকরো ছবি তাঁদের সোশ্যাল মিডিয়ায় হামেশাই পোস্ট করতে দেখা যায়। কখনও সখনও তাঁরা রবিবারে কাপুর পরিবারের সকলে মিলে লাঞ্চ করেন।

বন্ধ করুন