বাংলা নিউজ > বায়োস্কোপ > টানা ৪৫ দিন, ব্রাউন-এর শ্যুটিং শেষ করলেন করিশ্মা! কলকাতা ডায়েরি কেমন ছিল লোলোর?

টানা ৪৫ দিন, ব্রাউন-এর শ্যুটিং শেষ করলেন করিশ্মা! কলকাতা ডায়েরি কেমন ছিল লোলোর?

টানা ৪৫ দিন ব্রাউন-এর শ্যুটিং কলকাতায় শেষ করলেন করিশ্মা

৪৫ দিন তিলোত্তমার অলিতে-গলিতে শ্যুটিং করতে দেখা গিয়েছিল করিশ্মাকে।

টানা ৪৫ দিনের শ্যুটিং শিডিউল ছিল অভিনেত্রী করিশ্মা কাপুরের। ‘ব্রাউন’-এর শ্যুটিংয়ের জন্য গত দেড় মাস ধরে কলকাতায় ছিলেন লোলো। তিলোত্তমায় শুক্রবার শেষ শ্যুটিং ছিল এই থ্রিলার সিরিজের। এই ক'দিন তিলোত্তমার অলিতে-গলিতে শ্যুটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। 

শ্যুটিংয়ের ফাঁকে পার্ক স্ট্রিটের খ্যাতনামা রেস্তোরাঁ ট্রিংকাসে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন করিশ্মা। আসন্ন সাসপেন্স থ্রিলারের জন্য কখনও কখনও দক্ষিণে লেক মার্কেট, টিটাগড়, বাওয়ালি রাজবাড়ি, রাজারহাট, চায়না টাউন, বাগবাজারের কুমোরটুলিতে শ্যুটিং করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রীকে। 

কেমন কাটল করিশ্মার কলকাতায় থাকার দিনগুলি? সূত্র বলছে, তিলোত্তমায় এসে খাবারের প্রেমে পড়েছেন বলি সুন্দরী। সন্ধান করেছেন হরেক রকম মিষ্টির। রসগোল্লা, দই, পান্তুয়া, সন্দেশ থেকে বিভিন্ন স্বাদের মিষ্টি চেখে দেখেছেন তিনি। বক্স ভর্তি মিষ্টি মুম্বইও নিয়ে গিয়েছেন। প্রেমে পড়েছেন বাঙালি খাবার ডাব চিংড়ির। 

আরও পড়ুন: ছবি: কলকাতায় ‘ব্রাউন’ ছবির জন্য করিশ্মা, শোভাবাজার কুমোরটুলিতে সারলেন শ্যুটিং

সূত্র আরও বলছে, ধর্মতলা থেকে এসি ট্রামে চড়ে গড়িয়াহাট পর্যন্ত ছেলে-মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন করিশ্মা। ভেবেছিলেন পুরনো ঐতিহ্যের একটু অস্বাদ নেবেন। প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করবেন! কিন্তু ট্রাম সফর নাকি তেমন একটা ছাপ ফেলতে পারেনি লোলোর মনে। 

অভিনয় দেও পরিচালিত, এটি 'ব্রাউন- দ্য ফার্স্ট কেস'। সিরিজটি অভীক বড়ুয়ার বই 'সিটি অফ ডেথ' অবলম্বনে তৈরি। এই সিরিজের হাত ধরে দীর্ঘ দিন পরে ফের অভিনয়ে ফিরছেন করিশ্মা। ক্রাইম ড্রামা জঁর সিরিজে মহিলা গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন সূর্য শর্মা। ছবিতে আরও অভিনয় করছেন হেলেন, সোনি রাজদানও।

সিরিজে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। অতিথি চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এছাড়াও বাংলা থেকে কাজ করছেন খরাজ মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। 

বায়োস্কোপ খবর

Latest News

রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.