বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রথম আলাপেই 'ভক্ত' করিশ্মার জন্য এই ভবিষ্যদ্বাণী ছিল গোবিন্দার, মিলেছিল গণনা!

প্রথম আলাপেই 'ভক্ত' করিশ্মার জন্য এই ভবিষ্যদ্বাণী ছিল গোবিন্দার, মিলেছিল গণনা!

গোবিন্দা -করিশ্মা কাপুর।

সম্প্রতি, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ শো-তে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন গোবিন্দা এবং করিশ্মা কাপুর।

দেশের সেরা ট্যালেন্টের খোঁজে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’। গত জানুয়ারি থেকে সোনি টেলিভিশনে শুরু হয়েছে এই শো। প্রতিদিনই চমক দিচ্ছেন এক না এক প্রতিযোগী। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা শো'তে এসে নিজেদের প্রতিভা প্রদর্শন করছেন। সম্প্রতি, এই শো-তে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন গোবিন্দা এবং করিশ্মা কাপুর।

নব্বইয়ের দশকে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল 'হিরো নম্বর ১'। সম্প্রতি, সেই ছবির ১৫ বছরের বর্ষপূর্তি উপলক্ষে এই ট্যালেন্ট হান্ট শো-এ হাজির হয়েছিলেন 'হিরো নম্বর ১'-এর নায়ক-নায়িকা। চ্যানেল কর্তৃপক্ষের তরফে শো-এর সেই এপিসোডের একটি প্রমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে করিশ্মা বলছেন যে বলিউডে পা রাখার অনেক আগে থেকেই তিনি গোবিন্দার দারুণ ভক্ত ছিলেন। করিশ্মা বলছেন, ' ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে থেকেই মনে মনে চিচি-জির (গোবিন্দার ডাক নাম) দারুণ ভক্ত হয়ে গিয়েছিলাম আমি। আমার এখনও স্পষ্ট মনে আছে, যখন 'খুদগৰ্জ' ছবিটি মুক্তি পেয়েছিল তার পরপরই মা-বাবাকে বলেছিলাম যে গোবিন্দার সঙ্গে দেখা করতে চাই। এরপর চিচি-জির সঙ্গে যেদিন প্রথম দেখা হল, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভবিষ্যতে আমি অভিনেত্রী হতে চাই কি না? জবাব দিয়েছিলাম, হয়ত একদিন হব। শোনামাত্রই উনি বলে উঠেছিলেন, 'তুমি একদিন অভিনেত্রী হবেই।'

সামান্য থেমে ফের কথা বলা শুরু করেন করিশ্মা, 'সেই পরিচয়ের পর থেকেই ওঁর আশীর্বাদ প্রতিনিয়ত আমার সঙ্গী। সত্যি কথা বলতে কী কোনওদিন ভাবিনি যে একদিন গোবিন্দার সঙ্গে অভিনয় করব, গানের সুরে পা মেলাব। আমি দর্শকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে ওঁরা আমাদের এই জুটিকে এতটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।'

এরপর শো-এর অন্যতম বিচারক বাদশা-র সঙ্গে তাঁদের সুপারহিট ছবি 'কুলি নম্বর ১'-এর জনপ্রিয় গান 'হুসন হ্যায় সুহানা'-এ সুরে জমিয়ে মঞ্চ কাঁপালেন করিশ্মা এবং গোবিন্দা। এই ভিডিয়ো দেখে জিয়া নস্ট্যাল হয়েছে নেটপাড়ার। নব্বইয়ের দশকের এই জনপ্রিয় জুটিকে ভালোবাসায় ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। কেউ কেউ বলেছেন, 'সেই সব দিনে এঁদের একসঙ্গে পর্দায় দেখতে কী ভালোই না লাগত।'

বায়োস্কোপ খবর

Latest News

আগামিকাল চন্দ্রগ্রহণের দিনটি কেমন কাটবে? লাকি কারা! রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল ‘৫-০ ব্যবধানে জিতব’, দু'বার হেরেও লজ্জা নেই লিয়নের অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো পুজোয় একটু নিরিবিলি দরকার? নাগালের মধ্যেই খুলছে নতুন ট্রেকিং রুট ধর্ষণ নাকি গণধর্ষণ? RG কর কাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল CBI, ‘যা প্রমাণ মিলেছে…’ বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' কথার সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কী ইঙ্গিত দেবাংশুর? টালা থানার ওসিকে সিবিআইয়ের গ্রেফতার কি ত্রুটিপূর্ণ? কলকাতা পুলিশের অন্দরে চর্চা আদরের বুঁচকি আর নেই, মন খারাপ করে কী লিখলেন ঋতাভরী? ৯ বছর একসঙ্গে পথ চলার ইতি, চক্রবর্তী বাড়িতে শোকের আবহ, মন খারাপের পোস্ট ঋতাভরী জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থল যেন অন্নপূর্ণার ভাণ্ডার, এত খাবার পাঠাচ্ছেন কারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.