অভিনয়ে ফিরেছেন করিশ্মা কাপুর। এখবর অবশ্য পুরনো। ২০২০-তে ‘মেন্টালহুড’ ওয়েব সিরিজের পর গত বছর জুনেই কলকাতা সহ সংলগ্ন এলাকায় শ্যুটিং করতে দেখা গিয়েছিল করিশ্মাকে। 'ব্রাউন' নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে করিশ্মাকে। যার পটভূমি মূলত কলকাতা। সম্প্রতি, 'ব্রাউন'-এ নিজের চরিত্র সহ নানান বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন করিশ্মা। জানিয়েছেন, এই এই ওয়েব সিরিজে রীতা ব্রাউন নামে এক মহিলা পুলিস আধিকারিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। যিনি কিনা অ্যালকোহলিক। এই চরিত্রের জন্য নিজের স্বচ্ছন্দ্যের জায়গা থেকে বের হয়ে এসে অভিনয় করেছেন বলেও জানান করিশ্মা।
PTI-কে দেওয়া সাক্ষাৎকারে করিশ্মা বলেন, ‘অভিনয়ের প্রয়োজনে আমরা সবসময়ই নিজেকে বদলাই, আরও উন্নতি করি। এখন, OTT-তে একটি চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ থাকে। আমি ব্রাউনে আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করেছি, নিজেকে ভেঙেছি। এমন কিছু বিষয় আমায় করতে হয়েছে, যা আমি বাস্তবে করি না। নিজেকে প্রসারিত করতে পেরেছি, এটাকে উপভোগও করেছি।’
করিশ্মার কথায়, ‘রীতা ব্রাউন চরিত্রটি ভীষণই রূঢ় একটি চরিত্রটি। আমাদের সবার মধ্যেই ভাল, খারাপ, চমৎকার নানান দিক রয়েছে। তবে রীতা নিজের জীবনে নানান আবেগের মধ্য দিয়ে কাটিয়েছে, এই ওয়েব সিরিজে এই বিষয়গুলিই আমাকে টেনেছে। তবে এই চরিত্রটিকে পর্দায় বাস্তাবায়িত করাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল, তাই এর প্রস্তুতিতে আমি অনেক কিছুই শিখেছি। বেশ কয়েকমাস ধরে এই চরিত্রটির জন্য আমি নিজেকে তৈরি করেছি। প্রথমেই আমি অভীক বড়ুয়ারর লেখা City of Death (২০১৬) উপন্যাসটা পড়েছি। এরপর বেশকিছু বিষয় শিখেছি, যেমন আমি বাংলা বলতে শিখেছি। সিগারেট কীভাবে রোল করতে হয় সেটা শিখেছি, যেহেতু আমি বাস্তবে ধূমপান করি না, তাই বিষয়টা আয়ত্ত করতে হয়েছে।’
প্রসঙ্গত, লেক মার্কেট, টিটাগড়, বাওয়ালি রাজবাড়ি, রাজারহাট, চায়না টাউন, বাগবাজারের কুমোরটুলিতে শ্যুটিং করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রীকে। শ্যুটিংয়ের ফাঁকে পার্ক স্ট্রিটের খ্যাতনামা রেস্তোরাঁ ট্রিংকাসে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন করিশ্মা। ধর্মতলা থেকে এসি ট্রামে চড়ে গড়িয়াহাট পর্যন্ত ছেলে-মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন করিশ্মা। ভেবেছিলেন পুরনো ঐতিহ্যের একটু অস্বাদ নেবেন। প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করবেন! এছাড়াও রসগোল্লা, দই, পান্তুয়া, সন্দেশ থেকে বিভিন্ন স্বাদের মিষ্টি চেখে দেখেছিলেন তিনি। বক্স ভর্তি মিষ্টি মুম্বইও নিয়ে গিয়েছিলেন। প্রেমে পড়েছিলেন বাঙালি খাবার ডাব চিংড়ির।
করিশ্মা জানিয়েছেন ব্রাউনকে বার্লিন সিরিজ মার্কেটে প্রদর্শিত হয়েছে। এর আগে কারিশ্মাকে ২০২০-তে সালে Zee5 সিরিজ ‘মেন্টালহুড’-এ শেষবার দেখা গিয়েছিল।