বাংলা নিউজ > বায়োস্কোপ > ছবি: কলকাতায় ‘ব্রাউন’ ছবির জন্য করিশ্মা, শোভাবাজার কুমোরটুলিতে সারলেন শ্যুটিং

ছবি: কলকাতায় ‘ব্রাউন’ ছবির জন্য করিশ্মা, শোভাবাজার কুমোরটুলিতে সারলেন শ্যুটিং

কুমোরটুলিতে ‘ব্রাউন’-এর শ্য়ুটিংয়ে করিশ্মা

তিলোত্তমার অলিতে-গলিতে ‘ব্রাউন’ ছবির শ্য়ুটিং করছেন করিশ্মা কাপুর।

আসন্ন সিনেমা ‘ব্রাউন’-এর শ্যুটিংয়ে কিছুদিন ধরেই কলকাতায় রয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুর। তিলোত্তমার অলিতে-গলিতে শ্যুটিং করতে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি পার্ক স্ট্রিটের খ্যাতনামা রেস্তোরাঁ ট্রিংকাসে মেয়েকে নিয়ে মধ্যাহ্নভোজ সারতে হাজির হয়েছিলেন তিনি।

এবার অভিনেত্রীকে কলকাতার কুমোরটুলি এলাকায় শ্যুটিং করতে দেখা গিয়েছে। আসন্ন সাসপেন্স থ্রিলারের জন্য কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং করেছেন তিনি। সঙ্গে ছিল শ্যুটিংয়ের ক্রু-মেম্বার্সরাও। 

বিগত এক মাস ধরে কলকাতাতেই রয়েছেন ছবির টিম এবং অভিনেত্রী। তাঁদের কলকাতা শ্যুটিংয়ের সময়সূচী প্রায় শেষের দিকে। এ দিন ভোর ৬টা নাগাদ কুমোরটুলি পার্কে করিশ্মার পৌঁছানোর আগেই সব কিছু প্রস্তুত রেখেছিলেন সহকারী পরিচালক এবং অন্যান্যরা। মেকআপ সঙ্গে তড়িঘড়ি ক্যামেরার সামনে শট দেন নায়িকা। আরও পড়ুন: ইস্তাম্বুলের রাস্তায় বোহেমিয়ান লুক সারার, ৩.২৫ লাখের ব্রালেট-জ্যাকেটে বলি ডিভা

কুমোরটুলিতে ‘ব্রাউন’-এর শ্য়ুটিংয়ে করিশ্মা কাপুর
কুমোরটুলিতে ‘ব্রাউন’-এর শ্য়ুটিংয়ে করিশ্মা কাপুর

‘ব্রাউন’-এর শ্যুটিং করতে কখনও বাওয়ালির রাজবাড়িতে, কখনও রাজারহাট, চায়না টাউনে দেখা মিলেছে বলি অভিনেত্রীর। এলাকাগুলির আশাপাশে কিছু বিশিষ্ট জায়গায় শ্যুটিং সেরেছেন তিনি।

অভিনয় দেও পরিচালিত, এটি 'ব্রাউন- দ্য ফার্স্ট কেস'। সিরিজটি অভীক বড়ুয়ার বই 'সিটি অফ ডেথ' অবলম্বনে তৈরি। করিশ্মা কাপুর ছাড়াও অভিনয় করছেন হেলেন, সোনি রাজদানের। ক্রাইম ড্রামা জঁর সিরিজে মহিলা গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন করিশ্মা। বাংলা থেকে ‘ব্রাউন’-এ কাজ করার কথা রয়েছে খরাজ মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত সহ টলিউডের বেশ কয়েকজন অভিনেতার। 

বন্ধ করুন