বাংলা নিউজ > বায়োস্কোপ > Karisma Kapoor: প্রাক্তন স্বামী সঞ্জয়ের সঙ্গে ডিনারে করিশ্মা, সন্তানদের জন্য সম্পর্ক কি ফের জোড়া লাগছে?

Karisma Kapoor: প্রাক্তন স্বামী সঞ্জয়ের সঙ্গে ডিনারে করিশ্মা, সন্তানদের জন্য সম্পর্ক কি ফের জোড়া লাগছে?

করিশ্মা ও সঞ্জয় কাপুর

করিশ্মাকে ফ্লোরাল প্রিন্টেড পোশাক এবং কালো হিল জুতোয় দেখা যাচ্ছে তাঁর সঙ্গে একটি ব্যাগও ছিল। রেস্তোরাঁ থেকে বের হয়ে করিশ্মাকে পাপারাৎজির উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। সঞ্জয় কাপুরকেও পাপারাৎজির ক্যামেরার দিকে হাসি মুখে তাকাতে দেখা যায়। ভিডিয়োর ক্যাপশানে লেখা হয়েছে, 'সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব রয়েছে।'

বিচ্ছেদ হয়েছে সে কবেই ! বিবাহ-বিচ্ছেদের পর প্রায় ৯ বছর কেটে গিয়েছে। তবে ফের একবার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে দেখা গেল করিশ্মা কাপুরকে। শনিবারই মুম্বইয়ের এক রেস্তোরাঁতে ডিনার ডেটে গিয়েছিলেন সঞ্জয় ও করিশ্মা। পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে সঞ্জয়-করিশ্মার ডিনার ডেটের ভিডিয়ো উঠে এসেছে।

পাপারাৎজ্জো ভাইরাল ভায়ানির অ্যাকাউন্টে পোস্ট হওয়া ভিডিয়োতে করিশ্মাকে ফ্লোরাল প্রিন্টেড পোশাক এবং কালো হিল জুতোয় দেখা যাচ্ছে তাঁর সঙ্গে একটি ব্যাগও ছিল। রেস্তোরাঁ থেকে বের হয়ে করিশ্মাকে পাপারাৎজির উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। সঞ্জয় কাপুরকেও পাপারাৎজির ক্যামেরার দিকে হাসি মুখে তাকাতে দেখা যায়। ভিডিয়োর ক্যাপশানে লেখা হয়েছে, 'সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব রয়েছে।'

ভিডিয়োর নিচ্ছে নেটনাগরিকদের বিভিন্ন মন্তব্য উঠে এসেছে। কেউ লিখেছেন, ‘দুজনের সন্তান রয়েছে, তাই প্রাক্তন বাবা-মাকে কিছু সমঝোতা করে চলতেই হয়।’ কারোর কটাক্ষ, ‘বেশ ভালো ট্রেন্ড হয়েছে, বিয়ে করে, তারপর ডিভোর্স, তারপর আবার নাকি বন্ধুত্ব!’ কেউ পাল্টা লিখেছেন, ‘বাচ্চাদের জন্য এইটুকু করতেই হয়, বাবা-মায়ের ঝগড়ায় ওরা কী দোষ করল!’ কারোর দাবি, ‘করিশ্মা ভালো মেয়ে, বিচ্ছেদের পর থেকে একাই রয়েছেন, এই সঞ্জয় কাপুরের লজ্জা হওয়া উচিত।’

তবে এই প্রথম নয়, সঞ্জয়-করিশ্মা তাঁদের ছেলেমেয়েদের জন্য প্রায়ই দেখা করেন। গত মার্চে ছেলে কিয়ানের জন্মদিন একসঙ্গেই পালন করেছিলেন সঞ্জয় ও করিশ্মা। সেসময় সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব ও তাঁর সন্তানরাও এসেছিলেন।

প্রসঙ্গত ২০০৩-এ দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন করিশ্মা কাপুর, দীর্ঘ ১১ বছর সংসার করার পর তিক্ততার মধ্যে তাঁদের বিয়ে ভেঙে যায়। সঞ্জয় কাপুরের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। এমনকী পণনিয়ে সঞ্জয় ও তাঁর মা রানি করিশ্মার উপর অত্যাচার করতেন বলেও শোনা যায়। এমনকি অভিযোগ ছিল টাকার জন্য বন্ধুর সঙ্গে রাত কাটাতে জন্য করিশ্মাকে জোর করতেন সঞ্জয় কাপুর। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে আইনত বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০১৭তেই ফের বিয়ে করেন সঞ্জয় কাপুর, করিশ্ম অবশ্য একাই রয়েছেন।

সঞ্জয়ের পাল্টা অভিযোগ ছিল করিশ্মা নাকি টাকার জন্যই এটা করছেন। এমন মন্তব্য বিরক্ত করিশ্মা-করিনার বাবা রণধীর কাপুর সাফ জানান, ‘আমরা কাপুর, সবাই আমাদের পরিবারের পরিচয় জানেন। আমাদের কারো টাকার পিছনে ছুটতে হয় না। সঞ্জয় খুবই নিন্মরুচির পুরুষ। আমি তাই কোনওদিনই চাইনি করিশ্মা ওকে বিয়ে করুক। সঞ্জয় একাধিক মহিলার সঙ্গে থাকেন, স্ত্রীর প্রতি কখনওই যত্নবান ছিলেন না। গোটা দিল্লি জানে সঞ্জয় কাপুর কেমন লোক, আমাদের নতুন করে বলার নেই। ’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

চা খেতে চলো, প্রস্তাব প্রতিযোগীকে! কোন প্রশংসায় কেবিসিতে অমিতাভের মন জয় মহিলার ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল শুক্রে অতি ভারী বৃষ্টি ৬ জেলায়, জারি কমলা সতর্কতা, ভাসবে আরও ৯টি, শনিতে কোথায়? ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.