সইফ আলি খান এবং করিনা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। এই দম্পতি ২০১২ সালে বিয়ে করেন এবং তাঁদের তৈমুর এবং জেহ নামে দুটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু সইফ এবং করিনা যখন একে অপরের সঙ্গে দেখা করেন এবং ডেটিং শুরু করেন, সেই খবর পেয়ে কারিনার দিদি করিশ্মা কাপুর অদ্ভুত প্রতিক্রিয়া দিয়েছিলেন।
করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুর সম্প্রতি নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে একসঙ্গে উপস্থিত হন। করিশ্মা একটা ফোন কলে সইফের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যপারে মুখ খোলেন। তিনি বলেন, ‘এই ঘটনার প্রক্রিয়া করতে আমার এক সেকেন্ড সময় লেগেছিল। সইফ আমার বন্ধু এবং আমার সহ-অভিনেতা ছিলেন, তাই না?’
আরও পড়ুন: (বড় ডিজাইনাররাও ‘বহিরগত’দের পোশাক দেন না! বলিউড নিয়ে আর কী ক্ষোভ জানলেন মীরা?)
কারিনা কীভাবে প্রথম তাঁকে কথাটা জানিয়েছিলেন তাও জানান করিশ্মা। ‘করিনা আসলে যা বলতে চায় তা বলার আগে আমাকে কোথাও বসতে বলে। আমি প্রয়োজনটা বুঝতে পারিনি, কিন্তু আমি লন্ডনের যে দোকানে কেনাকাটা করছিলাম সেখানে একটা সোফা পেয়েছিলাম। সে তখন বলল যে 'আমি সইফের প্রেমে পড়েছি আমরা ডেটিং করছি,' এবং আমি সেটা শুনেই সোফাটি আরও শক্ত করে ধরি।
কপিল তখন করিনাকে জিজ্ঞাসা করেন কে তাঁদের প্রেমের কথা প্রথম একে অপরকে জানিয়েছিলেন। করিনা তখন বলেন, ‘আমিই প্রথমে স্বীকার করেছিলাম। এটা গুরুত্বপূর্ণ ছিল যে আমি সরাসরি সইফকে বলেছিলাম যে আমি আমাদের সম্পর্কে কী অনুভব করেছি।’ সইফ সম্পর্কের কথা বলার সময় তিনি একটি আইকনিক জাব উই মেট রেফারেন্সও যোগ করেন । সেটি হলো, ‘সবাই জানে আমি আমার নিজের পছন্দের। তাই অন্য কাউকে বলার আগে, আমাকে প্রথমে তাকে বলতে হবে।’ সম্প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন করিনা কাপুর। অভিনেত্রী টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে , পুরুষ-শাসিত ইণ্ডাস্ট্রিতে একজন অভিনেত্রীর কীধরনের চ্যালেঞ্জগুলির সম্মুখীন হন তা নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, যে বলিউডে নিজেকে নতুন করে আবিষ্কার করার থেকে টিকিয়ে রাখা আরও কঠিন।
আরও পড়ুন: (আলিয়ার কেরিয়ারে সবচেয়ে খারাপ বক্স অফিস ওপেনিং ‘জিগরা’-র, কী কারণ হতে পারে?)
করিনাকে পরবর্তীতে রোহিত শেট্টি সিংহম এগেইন-এ দেখা যাবে। অ্যাকশন-থ্রিলারটিতে অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, রণবীর সিং, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর এবং অক্ষয় কুমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ১লা নভেম্বর ২০২৪ এ মুক্তি পেতে চলেছে সিংহাম এগেইন।