বাংলা নিউজ > বায়োস্কোপ > Karnasubarner Guptodhon: পুজোয় ৩ দিনে ২ কোটির ব্যবসা! দেবের রেকর্ড ভাঙার পথে আবিরের কর্ণসুবর্ণের গুপ্তধন?

Karnasubarner Guptodhon: পুজোয় ৩ দিনে ২ কোটির ব্যবসা! দেবের রেকর্ড ভাঙার পথে আবিরের কর্ণসুবর্ণের গুপ্তধন?

বক্স অফিসে বাজিমাত কর্ণসুবর্ণের গুপ্তধন-এর

দেব-প্রসেনজিৎ জুটিকে পিছনে ফেলল ‘সোনাদা’, তিনদিনে রেকর্ড আয় কর্ণসুবর্ণের গুপ্তধন-এর। দেবের ‘চাঁদের পাহাড়’-এর প্রথম সপ্তাহের আয়ের রেকর্ড ভাঙতে পারবে এই ছবি? 

এই বছর দুর্গাপুজোয় বাঙালির ‘কাছের মানুষ’ হয়ে ওঠলেন সেই সোনাদা! হ্যাঁ, বক্স অফিসের রিপোর্ট কার্ড বলছে পুজোয় রিলিজ হওয়া বাংলা ছবির মধ্যে অনেকখানি এগিয়ে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। শুরু থেকেই বলা হচ্ছিল, এবার পুজোয় লড়াইটা দেব-প্রসেনজিৎ বনাম আবিরের। পরীক্ষার প্রাথমিক ফল বলছে টলিউডের দুই সুপারস্টারকে অনেকখানি পিছনে ফেলেছেন ইতিহাসের প্রফেসর সুবর্ণ সেন!

‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পর লম্বা অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। তবে কথায় আছে না সবুরে মোওয়া ফলে! এখানেও ঠিক তাই। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী- তিনদিনে বক্স অফিসে ঝড় তুলেছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবি। প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে জানানো হয়েছে, প্রথম তিনদিনে ১,১০০০০ (এক লক্ষ দশ হাজার) জনের বেশি দর্শক টিকিট কেটে এই ছবি দেখেছেন। সেই দাবি এক্কেবারে সত্যি তা বলে দিচ্ছে বুক মাই শো কিংবা হল মালিকদের থেকে প্রাপ্ত তথ্যও। সুতরাং প্রথম তিনদিনে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর আয় কমবেশি ২ কোটির কাছাকাছি।

এখনও পর্যন্ত প্রথম সপ্তাহের নিরিখে সবচেয়ে বেশি আয় করা বাংলা ছবি দেবের চাঁদের পাহাড়। সেই রেকর্ড রীতিমতো সংকটে। সোনাদা-আবির-ঝিনুক ত্রয়ীর ম্যাজিকে দেবের এক দশক পুরোনো রেকর্ড গুঁড়িয়ে যেতে পারে তেমনটাই দাবি বিশেষজ্ঞদের। মুক্তির প্রথম সপ্তাহে ৪.৮৩ কোটি টাকার ব্যবসা করেছিল ‘চাঁদের পাহাড়’ (২০১৩)। প্রসঙ্গত, দুটো ছবিই প্রযোজনা সংস্থা এসভিএফ-এর ব্যানারে তৈরি। 

সোনাদার চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে শুরু থেকেই আপন করে নিয়েছে দর্শক। আগে ‘ব্যোমকেশ’ বা ‘ফেলুদা’র মতো গোয়েন্দা হিসাবে আবিরকে দেখেছে অনুরাগীরা, কিন্তু সোনাদা সবার চেয়ে আলাদা। আবিরের পাশে অর্জুন এবং ইশাও ভীষণ মানানসই। তিনজনের রসায়ন আর ছবির চিত্রনাট্য-এটাই ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর মূল ইউএসপি। 

আরও পড়ুন-'পেটে লাথি মেরেই চলেছে', পুরস্কার গ্রহণের সময় হবু বাচ্চার কাণ্ড জানালেন আলিয়া

কী রয়েছে নতুন ছবির গল্পে? 

কর্ণসুবর্ণের গুপ্তধন-এর প্রেক্ষাপট বাংলার প্রথম সার্বভৌম সম্রাট শশাঙ্কের রাজধানী কর্নসুবর্ণ। পেশায় ইতিহাসের প্রফেসার সুবর্ণ সেন ওরফে সোনাদার একটাই লক্ষ্য, ‘বাংলার যে বিপুল ঐতিহাসিক সম্ভার আছে, তার সন্ধান করা'। তিন বছর পর অভিযানে বেরিয়ে ভুজঙ্গ হাজরার (সৌরভ দাস) মুখোমুখি হবে হবে সোনাদাকে। গৌড়েশ্বর শশাঙ্কের গুপ্তধন উদ্ধারে গিয়ে ঠিক কী কী সমস্যার মুখে পড়বেন সোনাদা-আবির-ঝিনুক, সেই নিয়েই বাঁধা ছকে এগোবে গল্প।

‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর বিজয়রথ কোথায় গিয়ে থামবে এখন সেটাই দেখার!

 

বন্ধ করুন