বাংলা নিউজ > বায়োস্কোপ > কোনও অ্যাকশন নেই, দক্ষিণের হিরো-ভিলেনরা শান্ত! ভোটদানে অন্য রূপে যশ, প্রকাশ রাজ

কোনও অ্যাকশন নেই, দক্ষিণের হিরো-ভিলেনরা শান্ত! ভোটদানে অন্য রূপে যশ, প্রকাশ রাজ

কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন এই তারকারা

Karnataka Assembly elections: সাধারণ মানুষের পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও এ দিন সপরিবারে ভোট দিয়েছেন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে ঋষভ শেট্টি থেকে প্রকাশ রাজ কোন কোন তারকা ভোট দিয়েছেন, দেখে নিন-

আজ কর্ণাটকে ভোটগ্রহণ পর্ব। শুরু হয়েছে সকাল ৭টা থেকে চলেছে ৬টা পর্যন্ত। মোট ২৬১৫ জন প্রার্থী লড়াই করেছেন এই নির্বাচনে। ২২৪ আসনের লড়াইতে ম্যাজিক ফিগার হল ১১৩। ১৯৯৯ সালের পর থেকে কোনও রাজনৈতিক দলই এই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি।

সাধারণ মানুষের পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও এ দিন সপরিবারে ভোট দিয়েছেন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে ঋষভ শেট্টি থেকে প্রকাশ রাজ কোন কোন তারকা ভোট দিয়েছেন, দেখে নিন-

প্রকাশ রাজ বুধবার বেঙ্গালুরুর শান্তি নগরের সেন্ট জোসেফ স্কুলে কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে এসে অভিনেতা বলেছেন, ‘আমাদের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ভোট দিতে হবে। আমাদের কর্ণাটককে সুন্দর রাখতে হবে’। আরও পড়ুন: এবার কেদারনাথের মন্দিরে একা সারা! ‘সুশান্তের কথা বড্ড মনে পড়ছে’, বলছেন ভক্তরা

কন্নড় অভিনেত্রী অমূল্যা এবং তাঁর স্বামী বেঙ্গালুরুর আরআর নগরের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন।

কন্নড় অভিনেতা রমেশ অরবিন্দ ভোট দিতে বেঙ্গালুরুতে একটি ভোট কেন্দ্রে পৌঁছেছিলেন।

কন্নড় অভিনেতা দালি ধনঞ্জয়া এবং তাঁর পরিবার আরসিকেরের কালেনহাল্লি গ্রামে ভোট দিয়েছেন।

কন্নড় অভিনেতা ধ্রুব সারজা বেঙ্গালুরুতে ভোট দিয়েছেন।

‘কান্তারা’ সিনেমার নায়ক ঋষভ শেট্টি তাঁর নিজের শহর কেরাডি গ্রামে ভোট দিয়েছেন।

<p>ঋষভ শেট্টি</p>

ঋষভ শেট্টি

বেঙ্গালুরুতে কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে অভিনেতা যশ তার আঙুলের কালির ছবি দেখান।

<p>অভিনেতা যশ</p>

অভিনেতা যশ

কর্ণাটকের ২২৪টি বিধানসভা কেন্দ্রে আজ ভাগ্য নির্ধারণ ২৬১৫ প্রার্থীর। এখন সকলের নজর এক্সিট পোলের দিকে..।

বন্ধ করুন