বলিউডের এখন সব থেকে চর্চিত একজন অভিনেতা হলেন কার্তিক আরিয়ান। সম্প্রতি ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় অসাধারণ অভিনয় করে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন তিনি। ২০২৪ মোটামুটি ভালোই গেছে অভিনেতার। এবার ২০২৫ সালে যাতে সব কিছু ঠিকঠাক থাকে তাই ২০২৫ শুরু হওয়ার আগেই কার্তিক চলে গেলেন দিল্লির গুরুদ্বারে।
পাশে ছিল না কোনও গডফাদার, মাথায় হাত ছিল না কোনও বিখ্যাত পরিচালকের, কিন্তু তাও অভিনয়কে ভালোবেসে আজ তিনি এতটা দূর পর্যন্ত এসেছেন। কেরিয়ারের প্রথম দিকে বক্স অফিসে একের পর এক সিনেমা ফ্লপ হলেও এখন কার্তিকের অভিনয় বেশ ভালই পছন্দ করছেন মানুষ।
আরও পড়ুন: গোটা একরাত জেলে কাটিয়েছে স্বামী, জামিনে মুক্তি পেতেই আল্লুকে জাপটে জড়িয়ে ধরলেন স্ত্রী স্নেহা
আরও পড়ুন: অ্যানিম্যাল স্টাইলে বিয়ের মণ্ডপে বর-কনে, মেশিনগান থেকে গুলির বদলে বেরোল ধোঁয়া! দেখে তাজ্জব নেটপাড়া
ভুল ভুলাইয়া ২ সিনেমার পর ভুল ভুলাইয়া ৩ সিনেমায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালানের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন তিনি। তবে শুধু অভিনয় বললে বলে বলা হবে, একজন প্রশিক্ষণ নৃত্য শিল্পীর মতো যেভাবে তিনি নাচ দেখিয়েছেন তা সত্যি প্রশংসার যোগ্য।
২০২৪ সাল বেশ ভালোভাবেই কেটেছে অভিনেতার। আগামী বছরের যেন এই ভাবেই সব বাধা বিপত্তি তিনি দূর করতে পারেন তাই সম্প্রতি তিনি গেলেন দিল্লীর বাবা সাহেব গুরুদ্বারে। ঈশ্বরের কাছে চাইলেন জীবনের সমস্ত বাধার সঙ্গে লড়াই করার শক্তি।
মূলত বেশ কিছুদিনের ছুটি কাটাতে তিনি দিল্লিতে এসেছেন। দিল্লির অলিতে গলিতে সময় কাটানোর পাশাপাশি তিনি কিছুটা সময় ঈশ্বরের জন্যেও ধার্য রেখেছিলেন। জীবনের সমস্ত প্রাপ্তির মূলে যিনি, সেই ঈশ্বরের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্যই তিনি গিয়েছিলেন বাবা সাহেব গুরুদোয়ারায়।
ছবিগুলি পোস্ট করে কার্তিক লিখেছেন, ২০২৪, তোমাকে সব কিছুর জন্য মনে রাখব আমি। সবকিছুর জন্য ধন্যবাদ। ফ্লাইট মিস করলাম, তোমার কাছাকাছি আসব বলে। সত্যিই একটা সুন্দর সময় কাটালাম। বাবা সাহেব গুরুদোয়ারা।
সোশ্যাল মিডিয়ায় কার্তিকের ছবি পোস্ট হবার সঙ্গে সঙ্গে সকলে আরও একবার অভিনেতাকে নিজের ভালোবাসা জানিয়েছেন। কেউ কেউ কার্তিকের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আরও একবার, কেউ আবার ফ্লাইট মিস হবার কারণ জিজ্ঞাসা করেছেন। কেউ আবার অভিনেতার প্রতি নিজের ভালোবাসা জানিয়েছেন ইমোজি পোস্ট করে।