উত্তরবঙ্গের ডুয়ার্সে দক্ষিণী সুন্দরীর সঙ্গে রোম্যান্সে মজে রয়েছেন কার্তিক আরিয়ান। সৌজন্যে পরিচালক অনুরাগ বসুর ছবিরর শ্যুটিং। আপাতত ডুয়ার্সের ওদলাবাড়ি লীস নদী সংলগ্ন এলাকায় চলছে ছবির কাজ। সেখানেই কার্তিকের সঙ্গে লেন্সবন্দি হয়েছেন শ্রীলীলা। এবার তিনিই কার্তিকের নায়িকা।
পুষ্পা ২-র পর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছেন দক্ষিনী অভিনেত্রী শ্রীলীলা। তবে পুষ্পা-২ আপাতত অতীত। এখন তিনি অনুরাগ বসুর আগামী ছবি নিয়ে ব্যস্ত। কয়েকদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় অনুরাগের নতুন ছবির শুটিং চলছে। আর এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চোখের সামনে থেকে শ্রীলীলাকে দেখতে ও সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন বহু লোকজন। আর এই ভিড় সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। HT বাংলার ক্যামেরায় ধরা পড়ল শ্যুটিং স্পটের কিছু মুহূর্ত…
আরও পড়ুন-কাব্য মারানের মতোই একসময় IPL প্রেমীদের ক্রাশ ছিলেন এই সুন্দরী, মনে পড়ে গায়েত্রী রেড্ডিকে?



এদিন ধূসর রঙের জ্যাকেট, সাদা টি-শার্ট ও ধূসর রঙের জিন্সে দেখা মেলে কার্তিকের। এলোমেলো চুল আর একমুখ দাড়িতে একেবারে অনুরাগের নতুন ছবির লুকে নজর কাড়েন নায়ক। অন্যদিকে অন্যদিকে, কার্গো জিন্স, টপে ধরা দিয়েছেন শ্রীলীলা। আবার কখনও তাঁকে স্কার্টের সঙ্গে শর্ট টপ পরে খোলা চুলেও দেখা যায়।
বলি তারকাদের সামনে থেকে একঝলক দেখার জন্য নিত্যদিনই ডুয়ার্সের শ্যুটিং স্পটে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। তবে যদিও শুধু অনুরাগ বসুর এই বলিউডের নয়, বিগত দিনে বহু বাংলা ছবির শুটিংও হয়েছে উত্তরবঙ্গ ও ডুয়ার্স জুড়ে। তবে ডুয়ার্সের এই প্রান্তে বলিউড মুভির শুটিং এই প্রথম বলে দাবি উৎসাহী মানুষের।
এদিকে চলতি বছরেই মুক্তি পেয়েছিল অনুরাগ বসুর নতুন ছবির টিজার। সেখানেই ‘রাহুল’ হিসেবে দেখা মেলে কার্তিক আরিয়ানের। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা মিলবে কন্নড় অভিনেত্রী শ্রীলীলার। ছবির প্রথম ঝলক দেখেই মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা।
প্রসঙ্গত, ২০২২ সালে কার্তিক আরিয়ান ও অনুরাগ বসু জানিয়েছিলেন যে তাঁরা ‘আশিকি ৩’ আনতে চলেছেন। আর তাঁদের প্রথম প্রজেক্টে ঘোষণার পর রীতিমত ঝড় বয়েছিল । এরপর এই ছবি নিয়ে নানা গুজব শোনা গিয়েছিল। কখনও শোনা গিয়েছিল যে তৃপ্তি দিমরি থাকবেন কার্তিকের বিপরীতে। আবার পরে জানা যায়, অ্যানিম্যাল ছবির পর তৃপ্তির যে ইমেজ তৈরি হয়েছে যে তাঁকে এই ছবিতে ঠিক মানাবে না। তারপর ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে খোদ পরিচালক অনুরাগ বসু HT City কে জানিয়েছিলেন যে ছবির নাম বদলেছে। একই সঙ্গে বদলেছে নায়িকাও। এরপরই ছবির ঝলক প্রকাশ্যে আসলে জানা যায়, কার্তিকের বিপরীতে তৃপ্তি নন থাকছেন পুষ্পা-২র শ্রীলীলা।