চলতি বছরের দিওয়ালিতে বক্স অফিসে যে বেশ ধুন্ধুমার দেখা যাবে সেটা বোঝা যাচ্ছে। আগেই জানা গিয়েছিল যে দিওয়ালির সময় বড় পর্দায় মুক্তি পাবে থামা। এবার জানা গেল একই দিনে আসতে চলেছে অনুরাগ বসুর আগামী ছবিটিও যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন কার্তিক আরিয়ান।
কী ঘটেছে?
শনিবার, ১৫ ফেব্রুয়ারি কার্তিক আরিয়ান ঘোষণা করেছেন যে তাঁর বহু প্রতীক্ষিত ছবি যেটা অনুরাগ বসুর পরিচালনায় বানানো হবে সেটা এই বছরই আসতে চলেছে। তাঁর বিপরীতে থাকবেন কন্নড় অভিনেত্রী শ্রীলীলা। যদিও ২০২২ সালে যখন ছবিটি ঘোষণা করা হয় জানা গিয়েছিল এই ছবির নাম আশিকি ৩ হবে। কিন্তু সেই নাম যে বদলেছে, সেটাও পরিচালক ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। যদিও এদিন টিজার প্রকাশ্যে আনলেও, মুক্তির দিন জানালেও ছবির নাম জানানো হয়নি।
ফলে শনিবার দিনই বোঝা যায়, এবারের দিওয়ালিতেও ২০২৪ এর মতোই বক্স অফিসে জোর টক্কর হবে। গত বছর কার্তিকের ভুল ভুলাইয়া ৩ এর রেষারেষি হয়েছিল সিংঘম এগেন ছবিটির। এবার কার্তিকের এই এখনও পর্যন্ত নামহীন ছবিটির মুখোমুখি হবে আয়ুষ্মান খুরানার থামা।
থামা প্রসঙ্গে
থামা ছবিটি একটি হরর কমেডি ঘরানার ছবি। দীনেশ বিজনের ম্যাডক হরর ইউনিভার্সের অংশ সেই ছবিটি। ২০২৪ সালে প্রথম ঘোষিত হয় ছবিটি। থামা ছবিটির পরিচালনা করবেন মুঞ্জা ছবির পরিচালক আদিত্য সারপোতদর। এখানে আয়ুষ্মান খুরানা ছাড়াও থাকবেন রশ্মিকা মন্দানা, পরেশ রাওয়াল, নওয়াজউদ্দিন সিদ্দিকি, প্রমুখ। ছবিটি লিখেছেন নীরেন ভাট, সুরেশ ম্যাথিউ, অরুণ ফুলেরা। দীনেশ বিজন এবং অমর কৌশিক প্রযোজনা করবেন ছবিটির। এই ছবির হাত ধরেই প্রায় ২ বছর পর বড় পর্দায় ফিরবেন আয়ুষ্মান খুরানা। তাঁকে শেষ ড্রিম গার্ল ২ তে দেখা গিয়েছিল। বক্স অফিসে দারুণ হিট করেছিল ছবিটি।
কার্তিক এবং অনুরাগের ছবি
সদ্যই এই ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। সেই টিজারে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ান গাইছেন তু হি আশিকি হ্যায়। সেখানে তবে দুজনের রোম্যান্টিক মুহূর্তও দেখা যায়। কার্তিকের বড় বড় চুল, দাড়ি দেখা গেল এই ভিডিয়োটি। নেটপাড়া রীতিমত মুগ্ধ অনুরাগ বসুর আসন্ন এই ছবির ঝলক দেখে।