কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরি আবারও পরিচালক অনুরাগ বসুর আসন্ন ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলে খবর। তবে ছবির নাম কী হবে তা এখনও ঠিক হয়নি। তবে যত দূর জানা গিয়েছে ছবিটি মূলত গানকে কেন্দ্র করে তৈরি হবে। বলা ভালো ছবিতে মিউজিক্যাল লাভ স্টোর দেখানো হবে। গানের সুরেই প্রেমের গল্প বলবেন অনুরাগ।
এই জুটি ২০২৪ সালের দীপাবলিতে তাঁদের বহুল প্রতিক্ষিত ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়ে আসতে চলেছে বড় পর্দায়। কার্তিক ও তৃপ্তিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষে করছেন অনুরাগীরা। এর মাঝে অনুরাগ বসুর পরিচালনায় তাঁদের নতুন ছবির খবর প্রকাশ্যে আসতে খুব স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত কার্তিক ও তৃপ্তির ভক্তরা। ২০২৫ সালের শেষ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। মুম্বইতে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে বলে শোনা গিয়েছে। পিঙ্কভিলার রিপোর্ট অনুসারে, কার্তিক আরিয়ান প্রেমের গল্পের একজন বড় ভক্ত। তাছাড়াও অভিনেতা অনুরাগের সঙ্গে কাজ করতেও দারুণ আগ্রহী।
আরও পড়ুন: সোনমকে ২৩১ কোটির বাংলো উপহার শ্বশুরের! লন্ডনের এই আলিশান বাড়িতেই থাকবেন নায়িকা
জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে কিছু স্ক্রিপ্ট রিডিং সেশনও হয়েছে। কার্তিক আরিয়ান অনুরাগ বসুর রোমান্টিক ছবিতে প্রেমিকের ভূমিকায় ধরা দিলেও একবারে অন্যরকম ভাবে নতুন আঙ্গিকে নজর কারতে চলেছেন।
এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ছবিটির মিউজিকের দায়িত্বে থাকছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রীতম। এছাড়াও ভূষণ কুমার ছবি ব্যাকগ্রাউড মিউজিকের দায়িত্ব নিয়েছেন।
আরও পড়ুন: দীপিকা-রণবীরের মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ! দেখে নিন বিস্তারিত
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে ছবির শ্যুটিং করা হবে। এই কাজটি শেষ হয়ে যাওয়ার পর, কার্তিক আরিয়ান পরিচালক মুদাসার আজিজের সঙ্গে 'পতি পতনি অর ও'- এর সিক্যুয়েলে কাজ শুরু করে দেবেন।
তৃপ্তিকে সর্বশেষ ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’ ছবিতে দেখা গিয়েছিল। তৃপ্তি ‘ভুল ভুলাইয়া থ্রি’-এ কাজ করছেন এবং সম্প্রতি হরর-কমেডির শুটিং শেষ করেছেন। আগামী ১ নভেম্বর মুক্তি পাবে হরর-কমেডিটি। সব মিলিয়ে তৃপ্তির কেরিয়ার এখন তুঙ্গে!
সূত্রানুসারে, 'অনুরাগ বসু কার্তিক ও তৃপ্তি নিয়ে যে রোম্যান্টিক ছবিটি করবেন তার কাজ শেষ হলেই তিনি পরবর্তী ছবির কাজে হাত দেবেন। তিনি কিশোর কুমারের বায়োপিক বানাতে চলেছেন বলে খবর। তা নিয়ে ভূষণ কুমার এবং অনুরাগ বসু দুজনেই মুখিয়ে রয়েছেন। স্ক্রিপ্টের কাজ শেষ হলেই ছবিটির কাস্টিং নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেবেন তাঁরা।'