বাংলা নিউজ > বায়োস্কোপ > ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার শোস্টপার কার্তিক-তৃপ্তি! সঙ্গে চমক দিলেন হিনা খানও

ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার শোস্টপার কার্তিক-তৃপ্তি! সঙ্গে চমক দিলেন হিনা খানও

ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার শোস্টপার কার্তিক-তৃপ্তি! সঙ্গে চমক দিলেন হিনার

ইন্ডিয়ান মাইনরিটিজ ফাউন্ডেশন আয়োজিত 'নমো ভারত: ওয়াক ফর কারেজ', 'ওয়াক ফর সার্ভিস' এবং 'ওয়াক ফর হেরিটেজ' অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার শোস্টপার হয়েছিলেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি।

ইন্ডিয়ান মাইনরিটিজ ফাউন্ডেশন আয়োজিত 'নমো ভারত: ওয়াক ফর কারেজ', 'ওয়াক ফর সার্ভিস' এবং 'ওয়াক ফর হেরিটেজ' অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার শোস্টপার হয়েছিলেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। তাঁরা ছাড়াও মণীশের পোশাক পরে সোনালি বেন্দ্রে, তাহিরা কাশ্যপ এবং হিনা খানকেও মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানের র‍্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে।

শো-স্টপার হিসেবে তৃপ্তি, কার্তিকদের চমক

অনুষ্ঠানের তৃপ্তি একটি সোনালি ব্রোকেডের কাজ করা গোলাপি রঙের লেহেঙ্গা এবং গয়না পরেছিলেন। কার্তিক আরিয়ান সুতোর কাজ করা একটি কুর্তা সহ একটি কালো জ্যাকেট পরেছিলেন। মঞ্চে দাঁড়িয়ে হাসিমুখে তাঁদের পোজ দিতে দেখা গিয়েছে। সোনালি বেন্দ্রে একটি পৈঠানি শাড়ি বেছে নিয়েছিলেন। বর্তমানে স্তন ক্যানসারের জন্য চিকিৎসাধীন হিনা খান হালকা গোলাপি রঙের ট্রেডিশানাল পোশাকে পরে র‍্যাম্পে হেঁটেছিলেন।

আরও পড়ুন: পুজোর আগে বড় চমক! শাড়িতে অপরূপা শ্রাবন্তী, দুর্গা বন্দনায় মাতলেন নায়িকা

নারী ক্ষমতায়ন নিয়ে যা বললেন তৃপ্তি, কার্তিক ও হিনারা 

এদিনের অনুষ্ঠানে নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তৃপ্তি বলেন, 'আমি শুধু এটুকুই বলতে চাই, নারীর ক্ষমতায়নের কারণে ভারতের প্রতিটি মেয়ে সুরক্ষিত বোধ করে। প্রতিটি মহিলা একটা সুযোগ পান, তাঁদের স্বপ্ন পূরণের সাহস পান। প্রতিটি ক্ষেত্রে মেয়েরা আজ এগিয়ে যাচ্ছেন। এখান থেকেই তা আরও এগিয়ে যেতে পারবেন বলে আশা করছি।

পাশাপাশি কার্তিক তাঁর নতুন ছবির সূত্র ধরে বলেন, ‘বিনোদনের ক্ষেত্রে আমাদের দেশ এগিয়ে। আমরা এই দীপাবলিতে ’ভুল ভুলাইয়া ৩' আনতে চলেছি।'

আরও পড়ুন: রাজকুমার-তৃপ্তির আসন্ন সিনেমার গল্প চুরি করা? 'মুক্তি না পায় সেই দরখাস্ত করব হাইকোর্টে…' হুমকি প্রযোজকের

হিনা বলেন, ‘আমরা সবাই কোনও না কোনও পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি বা কোনও না কোনও কারণে বেঁচে রয়েছি। আমি যুদ্ধ করছি এবং একদিন আমিও বেঁচে যাব… এই চলা আমাকে সাহস জোগায়। আমার যাত্রা সহজ নয়... কেমো খুব কঠিন একটা বিষয়। তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি। ঈশ্বরও আমাকে ফিরে আসার শক্তি দিয়েছেন।’

প্রসঙ্গত, জুনের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসার কথা প্রকাশ করেছিলেন। তাঁর পোস্টের একটি অংশে লেখা ছিল, ‘হ্যালো সবাইকে, সম্প্রতি আমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সমস্ত হিনাহোলিক এবং যাঁরা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করতে চাই। আমার স্টেজ থ্রি স্তন ক্যানসার ধরা পড়েছে।’

কার্তিক ও তৃপ্তির নতুন ছবি সম্পর্কে

কার্তিক ও তৃপ্তিকে একসঙ্গে দেখা যাবে ‘ভুল ভুলাইয়া থ্রি’-তে। আনিস বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজির ছবিটি চলতি বছরের দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে বিদ্যা বালানকে দেখা যাবে। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে বিদ্যাকে চেনা ছন্দে কিন্তু নতুন মোড়কে দেখা গিয়েছে। গুঞ্জন এই ছবিতে নাকি মাধুরী দিক্ষীতকেও দেখা যাবে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও আভাস পাওয়া যায়নি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ২২, বাংলাদেশের একটিও নেই পাকিস্তানে ফের শিয়া-সুন্নি সংঘাত, প্রাণ গেল দু'পক্ষের ১৬ জনের বাংলাদেশে খেলেই ‘সর্বকালের সেরা’ শাকিবকে অবসর নিতে পারবেন! সবুজ সংকেত সরকারের ১০দফা দাবিতে ডাক্তারদের অনশন, সেগুলো কী কী? ফেসবুকের পাতায় তুলে ধরলেন সুদীপ্তা ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড সোমেই নিম্নচাপ তৈরি হবে, বাড়বে শক্তি, লক্ষ্মীপুজোয় ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা? ‘‌সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিলে ভুল করবে’‌, সুর চড়ালেন কিঞ্জল–দেবাশিস প্রতিষেধকের আকাল, করাচিতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু ছিঃ ছিঃ!দুর্গা প্রতিমাকে কেটে ভাসানো হল নদীতে,ভিডিয়ো দেখিয়ে মমতাকে তোপ শুভেন্দুর বিজয়ার পোস্টে মা ও দুর্গামাকে মিলিয়ে দিলেন স্বস্তিকা, শুভেচ্ছায় 'না' শ্রীলেখার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.