আসছে ভুল ভুলাইয়া ৩। আর মাত্র ৩ দিনের অপেক্ষা। তারপরই ১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে কার্তিক আরিয়ান, বিদ্যা বালানদের ছবি। তার আগে ছবির প্রচারে গিয়ে পর্দার মঞ্জুলিকাকেই ডাইনি বলে বসলেন অভিনেতা! কিন্তু কেন?
কী ঘটেছে ভুল ভুলাইয়া ৩ ছবির প্রচারে?
ভুল ভুলাইয়া ৩ ছবির প্রচারে গিয়ে দারুণ ভাবে মজা করছেন বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান। মানে কাজটাও যে মজা করে করা যেতে পারে সেটাই যেন তাঁরা দেখাচ্ছেন দুজনে মিলে। প্রতিটা প্রচারে গিয়ে তাঁদের ভরপুর খুনসুটি করতে দেখা যাচ্ছে। বাদ দিচ্ছেন না একে অন্যকে নিয়ে জোকস বলতে। ঠিক তেমন ভাবেই একটি প্রচারে গিয়ে বিদ্যাকে ডাইনি বলে বসলেন! ভূত, পেত্নীদের মতোই নাকি বিদ্যারও একটা বিশেষ ক্ষমতা আছে।
এই ভাইরাল ভিডিয়োতে কার্তিককে বলতে শোনা যায় বিদ্যা বালান নাকি তাঁর পায়ের পা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফেলতে পারেন। আর সেটা সেখানে সবার সামনে করেও দেখান অভিনেত্রী। এটা দেখেই অভিনেতা বলে ওঠেন, 'এই দেখো ডাইনি। পা উল্টো করতে পারে।'
তাঁদের এই খুনসুটি দেখে দারুণ মজা পেয়েছেন সবাই। এক ব্যক্তি লেখেন, 'আমি আর আমার বন্ধু গোটা স্কুল জুড়ে এই সব করতাম।' আরেক ব্যক্তি লেখেন, 'বাপরে অভিনেত্রীর পায়ে তো হাইপার মবিলিটি আছে। পুরো ঘোরাতে পারেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বাস্তবেও মঞ্জুলিকা নাকি?'
অন্যদিকে সম্প্রতি মাধুরী দীক্ষিত এবং কার্তিক আরিয়ান ছবির প্রচার করতে বড়া পাও খেতে গেছিলেন। পুনেতে গিয়ে তাঁরা সেখানে খুব মজা করেন।
সোমবার, ২৮ অক্টোবর বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান কলকাতা এসেছিলেন তাঁদের ছবির প্রচারে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ছবির প্রচার সারেন তাঁরা। যান হাওড়া ব্রিজ, একটি স্কুলে। বাদ দেননি সাংবাদিক সম্মেলনও।
আরও পড়ুন: 'যশ জোহরকে বলে আমি পরিচালনা না করলে ধর্মার সঙ্গে কাজই করবে না', শাহরুখকে গোটা কেরিয়ার উৎসর্গ করলেন নিখিল
ভুল ভুলাইয়া ৩ ছবিটি প্রসঙ্গে
আনিস বাজমি পরিচালিত ছবিটি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, কাঞ্চন মল্লিক, প্রমুখ। একাধিক বাঙালি অভিনেতাদের দেখা যাবে এই সিনেমায়। প্রসঙ্গত ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির আগের দুটো ছবি বক্স অফিসে দারুণ হিট করেছিল। এবার আসল মঞ্জুলিকা ফেরায় সেই ব্যবসা আরও বাড়ে কিনা সেই দিকেই তাকিয়ে আছেন সবাই।