এবারের সরস্বতী পুজো আর প্রজাতন্ত্র দিবস একসঙ্গে পড়েছিল। তাতে কি? বাঙালি পতাকাও তুলেছে, দেশাত্মবোধক গানে গলা মিলিয়েছে আবার হলুদ শাড়ি পাঞ্জাবির ভিড় দেখা গিয়েছে। ফলে সবটা মিলিয়েই জমজমাট ভাবেই কেটেছে এই দিনটা। সেলেব থেকে সাধারণ মানুষ সকলে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিলেন। বাদ যাননি আরব সাগর পাড়ের কিছু তারকাও।
এদিন অনুরাগ বসুর সরস্বতী পুজোয় ‘শেহজাদা’ কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছে। অভিনেতা এদিন অনুরাগ বসুর পুজোয় উপস্থিত হয়েছিলেন এবং সেখানকার পুজোর দুটো ছবিও তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
কার্তিক আরিয়ানকে এদিন একটি সাদা রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে। সাদা পাঞ্জাবিতে সাদা সুতো দিয়ে সেলফ ওয়ার্ক করা একটা পাঞ্জাবি পরেছিলেন তিনি। তাঁর সঙ্গে ছবিতে অনুরাগ বসুকে দেখা যায়। তাঁর পরনেও একটি ধপধপে সাদা পাঞ্জাবি ছিল। তাঁর জামায় তিনি চশমা ঝুলিয়ে রেখেছিলেন। দুজনকে একসঙ্গে হেসে সেলফি তুলতে দেখা যায় এদিন।
কার্তিকের পোস্ট করা আরেকটি ছবিতে একটি ভোগের থালা এবং অনুরাগ বসুকে দেখা যায়। টেবিলের উপর পরিচালক হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে আছেন। তাঁর সামনেই রাখা ভোগের থালা। কী ছিল ভোগে? সরস্বতী পুজো যে জিনিসটা ছাড়া অসম্পূর্ণ সেই খিচুড়ি, আলুর দম, বেগুনি, পাঁপড়, চাটনি দেখা যায়। ফলে এদিন যে কার্তিক আরিয়ান একেবারে বাঙালিয়ানায় মেতে উঠেছিলেন সেটা বোঝা যাচ্ছে তাঁর পোস্ট দেখে। সেটা তাঁর ক্যাপশনেও ধরা পড়ে।
এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন সরস্বতী পুজো। না তিনি অন্যান্য সেলেবদের মতো পূজা শব্দটি লেখেননি। ঘোরতর বাঙালিদের মতো পুজো লিখেছেন। আর সেটাই তাঁর ভক্তদের মন কেড়ে নিয়েছে।
বহু মানুষ তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আবার মন কেড়ে নিলে, সরস্বতী পুজো লিখলে, পূজা নয়।' আরেক ব্যক্তি লেখেন, ' প্লেটে রাখা খাবারটা একটা আশীর্বাদ সম।' আরেক ব্যক্তি লেখেন, 'এই হল বাঙালি, খিচুড়ি জিন্দাবাদ।' আরেক ফেসবুকবাসী তাঁকে জানান তিনি তাঁর বিশাল বড় ভক্ত।