বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aaryan: অনুরাগের সরস্বতী পুজোয় মাতলেন কার্তিক, ভোগে খেলেন খিচুড়ি-আলুর দম

Kartik Aaryan: অনুরাগের সরস্বতী পুজোয় মাতলেন কার্তিক, ভোগে খেলেন খিচুড়ি-আলুর দম

অনুরাগের সরস্বতী পুজোয় মাতলেন কার্তিক

Kartik Aaryan: সরস্বতী পুজোর আমেজে ধরা দিলেন কার্তিক আরিয়ান। অনুরাগ বসুর পুজোতে সামিল হয়েছিলেন অভিনেতা। ভোগ হিসেবে খেলেন খিচুড়ি, আলুর দম, চাটনি।

এবারের সরস্বতী পুজো আর প্রজাতন্ত্র দিবস একসঙ্গে পড়েছিল। তাতে কি? বাঙালি পতাকাও তুলেছে, দেশাত্মবোধক গানে গলা মিলিয়েছে আবার হলুদ শাড়ি পাঞ্জাবির ভিড় দেখা গিয়েছে। ফলে সবটা মিলিয়েই জমজমাট ভাবেই কেটেছে এই দিনটা। সেলেব থেকে সাধারণ মানুষ সকলে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিলেন। বাদ যাননি আরব সাগর পাড়ের কিছু তারকাও।

এদিন অনুরাগ বসুর সরস্বতী পুজোয় ‘শেহজাদা’ কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছে। অভিনেতা এদিন অনুরাগ বসুর পুজোয় উপস্থিত হয়েছিলেন এবং সেখানকার পুজোর দুটো ছবিও তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

কার্তিক আরিয়ানকে এদিন একটি সাদা রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে। সাদা পাঞ্জাবিতে সাদা সুতো দিয়ে সেলফ ওয়ার্ক করা একটা পাঞ্জাবি পরেছিলেন তিনি। তাঁর সঙ্গে ছবিতে অনুরাগ বসুকে দেখা যায়। তাঁর পরনেও একটি ধপধপে সাদা পাঞ্জাবি ছিল। তাঁর জামায় তিনি চশমা ঝুলিয়ে রেখেছিলেন। দুজনকে একসঙ্গে হেসে সেলফি তুলতে দেখা যায় এদিন।

কার্তিকের পোস্ট করা আরেকটি ছবিতে একটি ভোগের থালা এবং অনুরাগ বসুকে দেখা যায়। টেবিলের উপর পরিচালক হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে আছেন। তাঁর সামনেই রাখা ভোগের থালা। কী ছিল ভোগে? সরস্বতী পুজো যে জিনিসটা ছাড়া অসম্পূর্ণ সেই খিচুড়ি, আলুর দম, বেগুনি, পাঁপড়, চাটনি দেখা যায়। ফলে এদিন যে কার্তিক আরিয়ান একেবারে বাঙালিয়ানায় মেতে উঠেছিলেন সেটা বোঝা যাচ্ছে তাঁর পোস্ট দেখে। সেটা তাঁর ক্যাপশনেও ধরা পড়ে।

এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন সরস্বতী পুজো। না তিনি অন্যান্য সেলেবদের মতো পূজা শব্দটি লেখেননি। ঘোরতর বাঙালিদের মতো পুজো লিখেছেন। আর সেটাই তাঁর ভক্তদের মন কেড়ে নিয়েছে।

বহু মানুষ তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আবার মন কেড়ে নিলে, সরস্বতী পুজো লিখলে, পূজা নয়।' আরেক ব্যক্তি লেখেন, ' প্লেটে রাখা খাবারটা একটা আশীর্বাদ সম।' আরেক ব্যক্তি লেখেন, 'এই হল বাঙালি, খিচুড়ি জিন্দাবাদ।' আরেক ফেসবুকবাসী তাঁকে জানান তিনি তাঁর বিশাল বড় ভক্ত।

বায়োস্কোপ খবর

Latest News

আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের! এত কম ফি এখানে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করতে এসে প্রশ্ন তুলল ন্যাকের দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.