কার্তিক আরিয়ান এমন একজন অভিনেতা যিনি কেবল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ছাপ ফেলেননি, বহু ভক্তের হৃদয়েও পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। দেখা গিয়েছে, তাঁর মহিলা ভক্তের সংখ্যা যেমন প্রচুর, তেমনই তাঁকে পছন্দ করে ছোট ছোট বাচ্চারাও। কোনো বাপ-দাদা ছাড়াই বলিউডে নিজের জায়গা করেছেন। তবে কার্তিকের কাজ ছাড়াও আরও যে জিনিসটা নিয়ে চর্চা চলে, তা হল তাঁর প্রেমজীবন। ম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক অবশেষে তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে ভক্তদের কিছুটা স্পষ্ট করে দিয়েছেন। জানিয়েছেন তিনি ‘সিঙ্গল’।
জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস ২০২৪-এ কার্তিক আরিয়ান শেয়ার করেছেন, ‘ম্যায় সিঙ্গল হুঁ, পুরি তারা সিঙ্গল হুঁ। পাক্কা, সাউ টক্কা। (আমি সিঙ্গল, পুরোপুরি সিঙ্গল। ১০০ শতাংশ সিঙ্গল)।’ আর এরপরই কার্তিককে বলতে শোনা যায়, আসলে সময়ের অভাবে নাকি হচ্ছে না প্রেমটা। অভিনেতা খোলসা করেন, ‘যা সময়, সবটাই তো সিনেমার কাজের পিছনে চলে যাচ্ছে। আর সেই একই অফিসে বারবার যাচ্ছি, আমা তো অন্য কোথাও যাওয়ারও সুযোগ হচ্ছে না। দেখা হচ্ছে না নতুন নতুন লোকজনের সঙ্গে। আর তাই হচ্ছে না প্রেমটাও। আমি এখন পুরোপুরি সিঙ্গল। আর এতে কোনো মিথ্যে নেই।’ এরপর নিজের খোঁচা খোঁচা খোঁচা দাড়ির দিকে ইঙ্গিত করে অভিনেতা আরও মজা করে বলেন, তাঁকে দেখতেও সিঙ্গলই লাগছে।
আরও পড়ুন: ‘মুম্বইতে সমুদ্রমুখী ৩বিএইচকের মালিক ও…’! রাখিকে নিয়ে আর কী বললেন রাম কাপুর
আরও পড়ুন: ‘ওসব গান নাকি, শুধু নাচতে স্টেজে আসে…’! দিলজিতের শো-র টিকিট বিনা পয়সায় বিলিয়ে দেন, দাবি অভিজিতের
মনে হচ্ছে, কাজ কার্তিককে বেশ ব্যস্ত রাখছে। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি এই মুহূর্তে ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেতা, যিনি পরপর হিট দিচ্ছেন। ২০২৪ সালে, কার্তিক দুটি সিনেমা হিট করে। স্পোর্টস বায়োপিক চান্দু চ্যাম্পিয়ন এবং হরর কমেডি ভুল ভুলাইয়া ৩ খুব খারাপ রোজগার করেনি। এরপর অনুরাগ বসুর 'আশিকি ৩'-এ তৃপ্তি দিমরির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই হ্যান্ডসাম হাঙ্ক। এটাই সব নয়! দোস্তানা ২-এর ঝামেলার পর সব মিটিয়ে নিয়ে কার্তিক আর করণ ফের কাজ করতে চলেছেন। তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি নিয়েও দর্শকদের উন্মাদনা কম নেই। আর যা দেখে মনে হচ্ছে, ২০২৫ সালেও বুঝি বা তাহলে কার্তিককে সিঙ্গলই থেকে যেতে হবে।