বাংলা নিউজ > বায়োস্কোপ > টাকার বান্ডিল নিয়েই ক্যামেরার সামনে! আয়ুষ্মানের পার্টিতে লক্ষ্মীলাভ কার্তিকের?

টাকার বান্ডিল নিয়েই ক্যামেরার সামনে! আয়ুষ্মানের পার্টিতে লক্ষ্মীলাভ কার্তিকের?

আয়ুষ্মানের পার্টিতে কার্তিকে লক্ষ্মীলাভ।

দীপাবলি উপলক্ষে একটি পার্টি দিয়েছিলেন আয়ুষ্মান। অন্যান্যদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কার্তিকও।

কয়েক মাস আগের কথা। বলিউডের খরা কাটিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল 'ভুল ভুলাইয়া ২'। 'ধন্য ধন্য' রব উঠল কার্তিক আরিয়ানকে নিয়েও। কিন্তু জানেন কি, শুধু ছবি থেকেই নয়, দীপাবলি উপলক্ষেও লক্ষ্মীলাভ হয়েছে অভিনেতার?

না, নতুন কোনও হিট নয়। বন্ধু আয়ুষ্মান খুরানার সুবাদে কার্তিকের এই লক্ষীলাভ। টাকার বান্ডিল হাতে নিয়ে ক্যামেরার সামনেও কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করে নিলেন অভিনেতা। দীপাবলি উপলক্ষে একটি পার্টি দিয়েছিলেন আয়ুষ্মান। অন্যান্যদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কার্তিকও। পার্টিতেই নানা মজার খেলা খেলে প্রচুর টাকা জিতে নেন 'ভুল ভুলাইয়া ২'র নায়ক। অনেকগুলি ৫০০ টাকার নোটের একটি মোটা বান্ডিল নিয়ে হাজির হন ক্যামরার সামনে। তাঁকে সঙ্গে দেন আয়ুষ্মান।

বন্ধুর উদ্দেশে তিনি বলেন, 'শুধু বক্স অফিসেই নয়, এই লোকটা দীপাবলিতেও প্রচুর টাকা পেয়েছে।' এর পরেই তাঁর প্রশ্ন, 'কোন ছবির এত টাকা পাওয়া উচিত?' কার্তিকের উত্তর, 'আমার মনে হয় 'ডক্টর জি'-র এত টাকা আয় করা উচিত। প্রত্যেকেরই ছবিটি কাছের বা দূরের কোনও প্রেক্ষাগৃহে গিয়ে দেখা উচিত।' কার্তিক কথা শেষ করতেই তাঁকে ফের খেলায় মনোনিবেশ করার পরামর্শ দেন আয়ুষ্মান।

১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ডক্টর জি'। মুখ্য চরিত্রে আয়ুষ্মান এবং রকুল প্রীত সিং। মাত্র দু'দিনে ন'কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। দর্শকমহলেও ছবির বিষয় নিয়ে চর্চা কম নয়।

(আরও পড়ুন: দ্বিতীয় দিনে 'ডক্টর জি'র বিক্রি বাড়ল প্রায় ৫০ শতাংশ, এবারেও কামাল করছে আয়ুষ্মান)

অন্য দিকে, কিছু দিন আগেই 'সত্যপ্রেম কি কথা'র প্রথম ভাগের শ্যুট শেষ করলেন কার্তিক। এই ছবিতে আরও একবার তাঁর সঙ্গে দেখা যাবে কিয়ারা আডবাণীকে।

বায়োস্কোপ খবর

Latest News

এবারও বাড়িতে গণেশ পুজো করলেন নীলাঞ্জনা ও মেয়ে সারা-জারা, তবে যিশু কি এলেন? ‘‌কিছু ভুল নিশ্চয়ই পুলিশের রয়েছে’‌, প্রাক্তন আইপিএস-বিধায়কের মন্তব্যে অস্বস্তি ‘ঘরের মধ্যে ডেকে…..’, RG করে সন্দীপের 'কীর্তি' ফাঁস আরও এক তরুণী ডাক্তারের মায়ের প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, নবান্ন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ৮ সেপ্টেম্বরের রাশিফল বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB কপালে তিলক কেটে গণপতির আরাধনায় মধুমিতা... ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! স্বাধীনতার সময় বয়স ছিল ১৫, চিনুন কফি হাউেসের প্রবীন এই মানুষকে… ধর্ষণের সঙ্গে চলে নারকীয় অত্যাচার, মাটিগাড়া কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.