খোদ শেহজাদাকেই কিনা পুলিশ আইনি জালে জড়াল! তাঁর নামেই কিনা শেষ পর্যন্ত চালান কাটল মুম্বই পুলিশ! বুঝুন কাণ্ড! কিন্তু কী করেছিলেন শেহজাদা, থুড়ি কার্তিক আরিয়ান? মুম্বইয়ের দাদার অঞ্চলের সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন অভিনেতা। গত শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে তাঁর ছবি শেহজাদা। এই বছর এটাই তাঁর প্রথম ছবি। তাই সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিতে, এদিন তিনি মন্দিরে গিয়েছিলেন দেব দর্শন করতে। আর সেটা করতে গিয়েই রীতিমত 'কেস' খেলেন অভিনেতা।
মন্দিরের কাছে গিয়ে ভুল দিকে গাড়ি পার্ক করেছিলেন কার্তিক। আর সেই কারণেই তাঁর নামে চালান কাটা হয় বলে জানা গিয়েছে। বিষয়টা কেমন চেনা চেনা লাগছে না? অনেকটা যেন অক্ষয় কুমারের সেলফি ছবির প্লট! তাই না? যাক গে…
এদিন অভিনেতার নামে যে এক পুলিশ আধিকারিক চালান কাটেন সেটার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও সেই সময়ে অভিনেতাকে তাঁর গাড়ির কাছে দেখা যায়নি। অন্য একজন তাঁর গাড়ি চালাচ্ছিলেন।
শেহজাদা এদিন একটি সাদা রঙের কুর্তা, পায়জামা পরে এসেছিলেন মন্দিরে। তিনি পাপারাৎজি সহ ভক্তদের জন্য মন্দিরের সামনে পোজ দেন। ছবিও তোলেন। এরপর মন্দিরে প্রবেশ করে তিনি সিদ্ধি বিনায়কের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম জানান। ছবির সাফল্য কামনাতেই তিনি মন্দিরে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
শুক্রবার বড়পর্দায় এল শেহজাদা। এটি একটি তেলুগু ছবি আলা বৈকুণ্ঠপুরামুলো ছবির অফিসিয়াল হিন্দি রিমেক। তাঁর সঙ্গে এই ছবিতে কৃতি শ্যাননকে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। এটি একটি রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি। আগামীতে তাঁকে কিয়ারা আডবানির সঙ্গে সত্যপ্রেম কী কথা ছবিতে দেখা যেতে চলেছে। এছাড়াও আশিকি ৩, ক্যাপ্টেন ইন্ডিয়া, ইত্যাদি ছবিতেও তাঁকে দেখা যাবে আগামী দিনে।