করণ জোহর, কার্তিক আরিয়ান, সারা আলি খান, সুহানা খান, অগস্ত্য নন্দা এবং অনন্যা পান্ডে সহ বেশ কয়েকজন তারকা বুধবার সন্ধ্যায় মুম্বইতে অনন্যার নতুন সিরিজ 'কল মি বে'-এর একটি স্পেশাল স্ক্রীনিংয়ে উপস্থিত হয়েছিলেন। তাঁরা ছাড়াও এই বিশেষ ইভেন্টে ইব্রাহিম আলি খান, শানায়া কাপুর, বিহান সামাত, অরি, বীর পাহাড়িয়া, নিখিল, দ্বিবেদী, আলিজেহ, চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডেকেও দেখা গিয়েছিল।
ইভেন্টে চাঁদের হাট বসে ছিল। আর সেখানর নানা ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োগুলির মধ্যে একটিতে সারা আর কার্তিককে একসঙ্গে দেখা গিয়েছে। সারার পরনে ছিল কালো পোশাক। কার্তিক একটি ক্রিম রঙের সোয়েটশার্ট এবং ডেনিম পরেছিলেন। অনন্যা পান্ডকে জলপাই সবুজ রঙের পোশাক দেখা গিয়েছিল। স্ক্রিনিংয়ের আগে, কার্তিক এবং সারাকে কথোপকথন করতে ও হাসতে দেখা গিয়েছিল। তাঁরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাওয়ার সময়, কার্তিক সারাকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন: নাম না করেই গুপী গাইন বাঘা বাইনের গানে গানে প্রশাসনকে সতর্কবাণী সোমক-নবারুণের!
অনন্যাকেও কার্তিক ও সারার সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে আবার ইব্রাহিমও তাঁদের সঙ্গে যোগ দেন। কার্তিক তাঁকেও আলিঙ্গন করেন। আবার অন্য একটি ভিডিয়ো ক্লিপে সুহানা খানকে অগস্ত্য নন্দার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ইন্ডাস্ট্রি অন্দরে এখন তাঁদের নিয়েও নানা গুঞ্জন, কান পাতলেই শোনা যাচ্ছে। ইভেন্টে একটি ফ্লোরাল প্রিন্টের পোশাক পরেছিলেন সুহানা। অন্যদিকে অগস্ত্য নন্দাকে একটি সাদা শার্ট এবং ডেনিমে দেখা গিয়েছিল। সুহানা যখন সকলের সঙ্গে কথা বলছিলেন তখন অগ্যস্ত তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। ভিড়ের জায়গায় অগস্ত্যকেও তাঁর পিছন পিছন হাঁটতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: 'সুন্দর থাকা খুব কঠিন…' আইভিএফ-এর সময় নিজের অবস্থা নিয়ে মুখ খুললেন প্রীতি জিন্টা!
'কল মি বে' সম্পর্কে
অনন্যার কমেডি সিরিজ, 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা গিয়েছে নয়া দিল্লির মেয়ে 'বে'। এই চরিত্রে দেখা গিয়েছে অনন্যাকে। সেখানে দেখানো হয়েছে 'বে' একটি বিলাসবহুল জীবনযাপন করে। কিন্তু কিছু কারণে তাঁর এই জগতটি হঠাৎ ভেঙে পড়ে, তার পরিবারের তাকে অস্বীকার করে। তারপর মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় 'বে'কে দেখা যায়। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। আসতে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ। করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র সিরিজটির প্রযোজক। ধর্মা প্রোডাকশন সিরিজটি প্রযোজনা করেছেন। এটি পরিচালনা করেছেন কলিন ডি'কুনহা এবং নির্মাণ করেছেন ঈশিতা মৈত্র।