সদ্যই মুক্তি পেয়েছে আশিকি ছবিটির টিজার। সেখানেই রাহুল হিসেবে দেখা মিলল কার্তিক আরিয়ানের। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা মিলবে কন্নড় অভিনেত্রী শ্রীলীলার। অনুরাগ বসুর ছবির ঝলকে মুগ্ধ নেটিজেনরা।
কী ঘটেছে?
২০২২ সালে কার্তিক আরিয়ান এবং অনুরাগ বসু ঘোষণা করেন যে তাঁরা আশিকি ৩ আনতে চলেছেন। আর তাঁদের প্রথম প্রজেক্ট ঘোষণার পর রীতিমত ঝড় বয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর নানা গুজব শোনা গিয়েছে এই ছবিটি নিয়ে। কখনও শোনা গেছে যে তৃপ্তি দিমরি থাকবেন কার্তিকের বিপরীতে। তো কখনও আবার জানা গিয়েছে যে অভিনেত্রী নিজের যে ইমেজ তৈরি করেছেন অ্যানিম্যাল ছবিটির পর তাতে তাঁকে এই ছবিতে ঠিক মানাবে না। তারপর এই মাসের গোড়ার দিকে খোদ পরিচালক HT City কে জানান যে ছবির নাম বদলেছে। একই সঙ্গে বদলেছে নায়িকাও। এবার সেই ছবির ঝলক প্রকাশ্যে আসতে জানা গেল এখানে কার্তিকের বিপরীতে থাকবেন শ্রীলীলা।
প্রসঙ্গত পুষ্পা ২ ছবিতে নিজের নাচের জাদুতে সবাইকে মুগ্ধ করে চর্চায় আছেন কন্নড় অভিনেত্রী শ্রীলীলা। তিনি মূলত তামিল এবং কন্নড় ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। এই ছবির হাত ধরে তিনি বলিউডে ডেবিউ করবেন। ছবিটির পরিচালনা করেছেন অনুরাগ বসু। প্রধান ভূমিকায় কার্তিক এবং শ্রীলীলা। ছবির গানের দায়িত্বে আছেন প্রীতম।
সদ্যই ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। তবে ছবির নাম কিন্তু জানা যায়নি। সেই টিজারে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ান গাইছেন তু হি আশিকি হ্যায়। সেখানে তবে দুজনের রোম্যান্টিক মুহূর্তও দেখা যায়। কার্তিকের বড় বড় চুল, দাড়ি দেখা গেল এই ভিডিয়োটি। নেটপাড়া রীতিমত মুগ্ধ অনুরাগ বসুর আসন্ন এই ছবির ঝলক দেখে।
কে কী বলছেন?
এক ব্যক্তি বলেন, 'রকস্টার আর কবীর সিংয়ের ক্রসওভার।' কেউ আবার লেখেন, 'কবীর সিং আর জর্ডানের সন্তান হলে যা হতো আর কী!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'শ্রীলীলাকে বেশ মানিয়েছে কার্তিকের বিপরীতে। একদম ফ্রেশ জুটি।' চতুর্থ জন লেখেন, 'ভীষণ হট কাপল পেতে চলেছে বলিউড এবার।'