সোশ্যাল মিডিয়ায় এমনিতে যথেষ্ট সক্রিয় কার্তিক আরিয়ান। ব্যস্ততার ফাঁকে সময় সুযোগ পেলে মাঝেমধ্যেই নিজের ফলোয়ার্সদের সঙ্গে গল্প আড্ডায় মেতে ওঠেন তিনি।সম্প্রতি, টুইটারে ‘Ask Me Anything’ সেশনে ভক্ত মনের সব জিজ্ঞাসার জবাব দিলেন বলিউডের ‘সোনু'। সেখানেই এক অতি উৎসাহী ভক্ত প্রশ্ন রেখেছিল তাঁর নতুন কেনা ল্যাম্বরগিনি গাড়ি কেমন 'সার্ভিস' দিচ্ছে। বলি-তারকার জবাব মুখে হাসি ফোটানোর পাশাপাশি মন ভরিয়েছে নেটিজেনদের।
টুইটারে কার্তিকের উদ্দেশে ওই নেট নাগরিক প্রশ্ন রাখেন, 'ভাই, ল্যাম্বো কেমন চলছে?' কার্তিকের চটপট জবাব, 'অ্যাভারেজ কম দিচ্ছে'। প্রসঙ্গত, গত এপ্রিলেই বেশ মোটা দামে এই ল্যাম্বরগিনি গাড়িখানা কিনেছিলেন 'লাভ আজ কাল' এর নায়ক। গাড়ির সঙ্গে নিজের একটি হাসিমুখের ভিডিও নেটমাধ্যমে আপলোড করেছিলেন কার্তিক। ক্যাপশনে লিখেছিলেন, কিনেই নিলাম...কিন্তু মনে হয় এইসব দামি জিনিসের সঙ্গে আমি ঠিক মানানসই নই'। উল্লেখ্য, ল্যাম্বরগিনি ছাড়াও কার্তিকের কাছে একটি বিএমডাব্লিউ গাড়ি আছে যা ২০১৭ সালে কিনছিলেন তিনি। এছাড়াও ২০১৯ সালে মায়ের জন্য একটি মিনি কুপার কিনে ফেলেছেন এই বলি-অভিনেতা।
ফেরা যাক অভিনেতার ‘Ask Me Anything’ সেশনের কথায়। আরও এক ফ্যান কার্তিককে জিজ্ঞেস করে বসেন, 'উইসেন বোল্টের গতির মত নিজের এক একটা ছবির কাজ শেষ করে ফেলছেন আপনি। রহস্যটা ঠিক কী বলুন তো?' ছোট্ট করে বলি-তারকার জবাব, 'অক্ষয় স্যার'। কার্তিকের ইঙ্গিত যে অক্ষয় কুমারের দিকেই তা আলাদা করে বলার আর দাবি রাখে কি? শেষপর্যন্ত এই সেশন বন্ধ করার সময় হলে মজাদার ভাবে কার্তিক জানান যে অনেক রাত হল। তাঁর মা এবার তাঁকে বেশ বকুনি দিচ্ছে। তাই এবার তাঁকে ঘুমোতে যেতে হবে। সুতরাং....
এইমুহূর্তে কার্তিকের ঝুলিতে রয়েছে 'ভুলভুলাইয়া ২' ,'ধামাকা', 'ফ্রেডি', 'ক্যাপ্টেন ইন্ডিয়া'-র মত একগুচ্ছ ছবি।