বিগত এক বছর ধরে ‘সিংগল’ অভিনেতা কার্তিক আরিয়ান। সারা আলি খানের সঙ্গে অভিনেতার সম্পর্কের গুঞ্জন কারও অজানা যায়। করণ জোহর দিন কয়েক আগে টক শোয়ে ফাঁস করেছেন কার্তিক-সারা একসময় ডেট করতেন।
কার্তিকের কথায়, নিজের কাজের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। প্রাক্তন সারা আলি খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন অভিনেতা। তিনি জোর দিয়েই বলেছেন, বর্তমানে তিনি সিংগল। আরও পড়ুন: 'RRR' থেকে 'ভুল ভুলাইয়া ২', নেটফ্লিক্সের সেরা ১০য়ের তালিকায় ৫টি ভারতীয় সিনেমা
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘chatter on Koffee With Karan’ সম্পর্কে কথা বলতে গিয়ে কার্তিক জানিয়েছেন, ‘আমি গত বছর থেকে সিংগল। বাকি আমি কিছু জানিনা।’ অভিনেতাকে বলা হয়েছিল দেড় বছরটা খুব অল্প সময়, কার্তিক লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন। আরও পড়ুন: বুক মাই শোয়ে হায়েস্ট রেটিংয়ে, 'কলকাতা চলন্তিকা' নিয়ে একটা আক্ষেপ রয়েছে পাভেলের
এর পরেই নিজের বক্তব্য পালটান কার্তিক আরিয়ান। অভিনেতা বলেন, 'আমি এক বছর ধরে সিংগল। আমি ধীরে ধীরে সময় কমানোর চেষ্টা করছি না। একইসঙ্গে 'ভুল ভুলাইয়া ২' তারকাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি এখনও বলবেন যে তিনি নিজের কাজের সঙ্গে সম্পর্কে রয়েছেন? কার্তিক বলেন, 'এমনটা নয়। কিন্তু আমি সিংগল। এটাই সত্যি।' আরও পড়ুন: নতুন ছবির ঘোষণা কুণাল খেমুর, পরিচালক হিসেবে ডেবিউ করবেন ‘মদগাঁও এক্সপ্রেস’ দিয়ে
ইমতিয়াজ আলির ছবি 'লাভ আজকাল ২'য়ে একসঙ্গে কাজ করেছিলেন কার্তিক আরিয়ান এবং সারা আলি খান। ছবির শ্যুটিং চলাকালীনই দু'জনের সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এই ছবি মুক্তির পর তাঁদের বিচ্ছেদের খবর সবাইকে চমকে দিয়েছিল। বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি ‘লাভ আজকাল ২’। সম্প্রতি, 'কফি উইথ করণ'-এ টক শোয়ে করণ জোহর স্পষ্ট করেছিলেন, সারা কার্তিকের সঙ্গে ডেট করেছেন।