ছিপছপে ঘর্মাক্ত শরীর, টোনড অ্যাবস, হাতে গ্লাভস, বক্সিং কোর্টে দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছেন। কে ইনি? বৃহস্পতিবার, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে এমনই একটা ছবি দেখে অনেকেই চমকে উঠেছেন। একটু ভালো করে দেখেই বোঝা গেল ইনিই কার্তিক আরিয়ান।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর আরও একটা পোস্টার। আর তাতেই আরও একবার সকলকে চমকে দিলেন কার্তিক। পোস্টারটির ট্যাগলাইনে লেখা, ‘জীবনের রিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। চ্যাম্পিয়ন আ রাহা হ্যায় (চ্যাম্পিয়ন আসছে)... ১৪ জুন।’
কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। বুধবারই ছবিটির ফার্স্ট লুক পোস্টার সামনে এসেছিল। যেখানে দেখা গিয়েছিল তাঁর উন্মুক্ত পেশিবহুল শরীর। সারা গায়ে কাদা মাখা। ঘেমে স্নান করে দৌড়াচ্ছেন তিনি। তাঁর পরনে শুধু একফালি কাপড়। তখন কার্তিকের লুকে মুগ্ধ হয়েছিলেন সকলে। এবার বৃহস্পতিবার আরও এক পোস্টারে চমকে দিলেন কার্তিক।
পোস্টার নিয়ে প্রতিক্রিয়া
চান্দু চ্যাম্পিয়ন-এর পোস্টার দেখে অভিনেতা রণিত রায় লেখেন, ‘ওহ ড্যাম! তুমি যখন এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলে তখন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখনই আমি দারুণ কিছুর অনুভব করেছিলাম, এই ছবিটি দুর্দান্ত কিছুর ইঙ্গিত দেয়। ছবিটি দেখার জন্য আর তর সইছে না!’ এক অনুরাগী লিখেছেন, 'অবাস্তব পরিবর্তন'। আরও একজন লিখেছেন, ‘ছবিটি দেখার জন্য আগামী মাস পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না।’
'চান্দু চ্যাম্পিয়ন' ছবিটি পরিচালনা করেছেন কবীর খান। প্রযোজনার দায়িত্বে সাজিদ নাদিয়াওয়ালা। এই ছবিতে একজন স্পোর্টসম্যানের কথা ফুটে উঠবে। মুরলিকান্ত পেটকরের জীবনীকে তুলে ধরা হবে এই ছবিতে যিনি প্যারাঅলিম্পিকে ভারতকেফ্রিস্টাইল সুইমিং বিভাগে প্রথম সোনা এনে দিয়েছিলেন।
প্রসঙ্গত, কবীর খানের পরিচালনায় এই প্রথমবার কাজ করলেন কার্তিক। অভিনেতাকে শেষবার ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে ভুল ভুলাইয়া ৩ ছবিতেও দেখা যাবে কার্তিককে।