বলি তারকা আর বলিউড নিয়ে গুজব ছড়াবে না এটা আবার হয় নাকি! আগের ভুল তথ্য ছড়িয়েছে, এখনও ছড়াচ্ছে। এই তো কদিন আগেই শোনা যাচ্ছিল যে কার্তিক আরিয়ান নাকি আশিকি ৩ ছবিটি করছেন না। কিন্তু এটা আদ্যোপান্ত ভুল একটি কথা। তিনি ছবিটা ভীষণ রকম করছেন। শুধু করছেন না, ইটাইমসের রিপোর্ট অনুযায়ী ২০২৩ এর ডিসেম্বরে নাকি এই ছবির শ্যুটিং শুরু হবে।
এই প্রজেক্টের সঙ্গে যুক্ত এক ব্যক্তি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন 'আশিকি ৩ ছবির প্রিপ্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। এটা একটা বিশাল বড় ব্র্যান্ড, বড় ফ্র্যাঞ্চাইজি। ফলে কাজ শুরুর আগে অনেকটা সময় ব্যয় করে সব কাজ গুছিয়ে রাখতে হবে। কিন্তু কার্তিক এই ছবি ছাড়বেন কেন? উনি কেবল এখনও কনফার্ম করেননি বিষয়টা ছবি নির্মাতাদের সঙ্গে। কিন্তু বিষয়টা নিয়ে তো উনি নিজেই পাবলিকলি জানিয়েছেন।'
অভিনেতা নিজেই তাঁর ইনস্টাগ্রামে এই ছবির মোশন পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, 'অব তেরে বিন জি লেঙ্গে হাম/ জেহের জিন্দেগি কা পি লেঙ্গে হাম। আশিকি ৩। এই ছবিটা মন জয় করে নেওয়ার মতো হতে চলেছে। অনুরাগ বসুর সঙ্গে আমার প্রথম ছবি।'
এই ছবিটির প্রযোজনা করবেন ভূষণ কুমার। এখানেই প্রথমবার একসঙ্গে কাজ করবেন অনুরাগ বসু এবং কার্তিক আরিয়ান। তবে প্রধান মহিলা চরিত্রে কাকে দেখা যাবে সেটা এখনও জানা যায়নি। বলিউডের অন্যতম দুর্দান্ত পরিচালকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন অভিনেতা। অন্যদিকে পরিচালক এই ছবি এবং কার্তিকের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 'এটা কার্তিকের সঙ্গে আমার প্রথম কাজ। ও যে কতটা পরিশ্রমী সেটা সবাই জানেন। ওর অধ্যবসায়, জেদ, ধৈর্য সবার জানা। আমিও ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।'
১৯৯০ সালে এই ছবির ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল। প্রথম ছবির প্রযোজনা করে টি সিরিজ এবং পরিচালনা করেন মহেশ ভাট। রাহুল রায় এবং অনু আগরওয়ালকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। ২০১৩ সালে মুক্তি পায় আশিকি ২। আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল।