পাঠানকে 'শ্রদ্ধা' জানানোর উদ্দেশ্যেই এক সপ্তাহর জন্য পিছিয়ে দেওয়া হল শেহজাদা ছবির মুক্তির দিন! আসলে পাঠান ঝড় থুড়ি সুনামি এখনও অব্যাহত বক্স অফিসে। এখন তাই কেউই বিশেষ এই ঝড়ের সামনে পড়তে চাইছেন না। আর সেই কারণেই কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ছবি শেহজাদা আগামী ১০ ফেব্রুয়ারির বদলে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এতদিন ঠিক ছিল যে এই ছবি ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে বড়পর্দায়, কিন্তু পাঠানের রমরমা দেখে সেটা এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হল।
এই ছবির প্রযোজকরা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার, ৩০ জানুয়ারি ঘোষণা করেন যে 'শেহজাদার মুক্তির দিন বদলে গেল। অন্য দিন আসছে এই ছবি। পাঠানকে শ্রদ্ধা জানাতে রোহিত ধাওয়ান পরিচালিত, ভূষণ কুমার, আল্লু অরবিন্দ, অমন গিল, কার্তিক আরিয়ান প্রযোজিত, কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ছবি আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে বড়পর্দায়।'
রোহিত ধাওয়ানের এই ছবিতে মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, রণিত রায়, সচিন খেদেকর, প্রমুখকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা। এই ছবির মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি হবে কার্তিকের। ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, আর সেখান থেকে এটা স্পষ্ট যে এই ছবিতে অভিনতাকে এমন একটা লুকে দেখা যাবে এই ছবিতে যা আগে কখনও দেখা যায়নি। এখানে ভরপুর অ্যাকশন সহ চূড়ান্ত মজার সব ডায়লগ রয়েছে। ফলে এটা যে পুরো মশলাদার, দারুণ বিনোদনমূলক ছবি হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। এটি আদতে একটি তেলেগু ছবি, বৈকুণ্ঠপুরামলুর হিন্দি রিমেক।
এই ছবির বিষয় রোহিত ধাওয়ান বলেছিলেন, 'ট্রেলারে তো দর্শক যা দেখতে চায় তার একটু আভাস দেওয়া হয়েছে। এটি আদতে একটি পারিবারিক ছবি। সমস্ত প্রজন্মের জন্যই এই ছবি।'
অন্যদিকে পাঠান ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৫৪২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৫ দিনে। আর দেশে হিন্দি ভার্সনে এই ছবিটি ছয়দিন ২৯৬ কোটি টাকা কামিয়েছে। ফলে এসএস রাজামৌলির বাহুবলী ২, যশের কেজিএফ ২ সহ সবার রেকর্ড ভেঙে দ্রুত ২০০ কোটির ক্লাবে ঢুকেছে এই ছবি।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান। এখানে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা।