বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aaryan-Satish Kaushik: 'শুরুর দিকে ওঁর বাড়িতে থাকতাম, বাড়িওয়ালা হিসাবে দারুণ', সতীশকে স্মরণ কার্তিকের

Kartik Aaryan-Satish Kaushik: 'শুরুর দিকে ওঁর বাড়িতে থাকতাম, বাড়িওয়ালা হিসাবে দারুণ', সতীশকে স্মরণ কার্তিকের

কার্তিক আরিয়ান-সতীশ কৌশিক

কার্তিক লিখেছেন, 'একজন অসাধারণ অভিনেতা, একজন মহান মানুষ এবং সেরা বাড়িওয়ালা, মুম্বইতে আমার স্ট্রাগলের দিনগুলিতে ওঁর বাড়িতেই ছিলাম। আপনার উৎসাহ, এবং মুখের হাসিটি সবসময় মনে রাখব স্যার। আপনার আত্মার শান্তি কামনা করি সতীশ স্যার (হাত ভাঁজ করা ইমোজি)।

অভিনেতা, পরিচালক, প্রযোজক সতীশ কৌশিক আর নেই। বৃহস্পতিবার তাঁর আচমকা মৃত্যুতে বি-টাউনের কমবেশি বহু তারকাই শোকপ্রকাশ করেছেন। সতীশের সঙ্গে জড়িয়ে থাকা নানান স্মৃতি ভাগ করে নিয়েছেন অনেকেই। সতীশ কৌশিককে স্মরণ করেছেন অভিনেতা কার্তিক আরিয়ানও,তবে একটু অন্যভাবে। সতীশ কৌশিককে 'সেরা বাড়িওয়ালা'র বলে উল্লেখ করেছেন কার্তিক।

ইনস্টাস্টোরিতে কার্তিক আরিয়ান সতীশ কৌশিকের একটি ছবি শেয়ার করেছেন, তাতে তাঁকে ফ্লোরাল প্রিন্টেড শার্ট ও ডেনিম জিন্সে দেখা যাচ্ছে তাঁকে। কার্তিক লিখেছেন, 'একজন অসাধারণ অভিনেতা, একজন মহান মানুষ এবং সেরা বাড়িওয়ালা, মুম্বইতে আমার স্ট্রাগলের দিনগুলিতে ওঁর বাড়িতেই ছিলাম। আপনার উৎসাহ, এবং মুখের হাসিটি সবসময় মনে রাখব স্যার। আপনার আত্মার শান্তি কামনা করি সতীশ স্যার (হাত ভাঁজ করা ইমোজি)।

<p>সতীশ কৌশিক</p>

সতীশ কৌশিক

এর আগে ২০১৯-এ হিউম্যানস অফ বোম্বেকে দেওয়া সাক্ষাৎকারে, কার্তিক মুম্বাইতে তাঁর স্ট্রাগলের দিনগুলির কথা বলেছিলেন। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টের একটি অংশ লিখেছেন, ‘আমি অডিশনের জন্য সপ্তাহে ৬ ঘন্টা ৩-৪ বার এদিক ওদিক যেতাম। প্রায়ই চরিত্রের মতো দেখতে নয় বলে প্রত্যাখ্যান করা হত, হয়ত স্টুডিওর বাইরে থেকেই ফিরে আসতাম। তবে আশা হারাতাম না। তারপর এক বিজ্ঞাপনে কয়েক সেকেন্ডের মতো একটি চরিত্র পাই। সেই টাকাতেই চলছিল। শেষপর্যন্ত ১২ জনের সঙ্গে আন্ধেরিতে একটি ফ্ল্যাট ভাড়া নি, কারণ আমার টাকাপয়সা সীমিত ছিল।’

কার্তিকের কথায়, ‘আড়াই বছরের স্ট্রাগল করার পর, আমি যেটার স্বপ্ন দেখেছিলাম সেটা পেয়েছি। ‘পেয়ার কা পঞ্চমা’র পরেও সে অর্থে আমার হাতে অনেক কাজ ছিল না। আমি ১২ জন ছেলের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতাম। ওটা আমার তৃতীয় ছবি!

এদিকে দিল্লির দিনদয়াল উপাধ্যায় হাসপাতালে ময়নাতদন্তের পরে, সতীশ কৌশিকের দেহ মুম্বইতে নিয়ে যাওয়া হয়। এবং সন্ধ্যা সাড়ে ছ'টার দিকে মুম্বইয়ের ভারসোভায় সতীশ কৌশিককে তাঁর বাড়িতেে নিয়ে যাওয়া হয়। তাঁকে শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন ডেভিড ধাওয়ান, সুভাষ ঘাই, জাভেদ আখতার, অনুপম খের, সালমান খান, অর্জুন কাপুর, রণবীর কাপুর, অভিষেক বচ্চন, তাবু এবং শিল্পা শেঠি সহ তাঁর ইন্ডাস্ট্রির অনেক বন্ধু এবং সহকর্মীরা।

ফারহান আখতার, শিবানী দান্ডেকর, রাকেশ রোশন, রাজ বব্বর, নাদিরা, বনি কাপুর, সঞ্জয় কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জনি লিভার, বিক্রান্ত ম্যাসি, সাইয়ামি খের, তানভি আজমি, ইশান খট্টর, ইন্দ্র কুমার, শাম কৌশল এবং আনু মালিকও প্রয়াত অভিনেতার বাড়িতে গিয়েছিলেন শেষ শ্রদ্ধা জানাতে।
 

বন্ধ করুন
Live Score