কার্তিক আরিয়ান গত এক দশকে বলিউডের অন্যতম গুরুপূর্ণ একজন তারকা হয়ে উঠেছেন। কিন্তু এই জায়গা অর্জন করতে তাঁকে কম পরিশ্রম করতে হয়নি। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, তাঁর এই জার্নি খুবই চ্যালেঞ্জিং ছিল। এমনটাও নয় যে তিনি পর পর কাজ পেয়ে গিয়েছেন, বরং তাঁর সঙ্গে উল্টোটা হয়েছে, বহু কাজ তিনি পেয়ে হারিয়েছেন। ইন্ড্রাস্টির অন্দরের বহু ব্যক্তি তাঁকে সুযোগ দেননি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসেকে দেওয়া এক সাক্ষাৎকারে, কার্তিক বলিউডে চলতে থাকা ভিতরের লোক বনাম বহিরাগত বিতর্ককে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমিও অনেকবার সুযোগ পেয়ে হারিয়েছি। সেটা চলে যেতে আমার এমনও মনে হয়েছে যে এই সুযোগ পাওয়া আমার উচিতই ছিল না। বার বার মনে হয়েছে আমার পরিবারের কেউ থাকলে হয়তো এই পরিস্থিতির মুখোমুখি পড়তে হত না।’
যাঁদের পরিবার আগে থেকে এই ইন্ড্রাস্টির সঙ্গে জড়িয়ে তাঁরা যে রকম সুযোগ পান বহিরাগতদের সেই সুযোগ দেওয়া হয় না, এই প্রসঙ্গে কার্তিকের মত, ‘এটা যাঁরা সুযোগ পান তাঁদের দোষ নয়। আমি যদি সেই পরিবারে জন্মাতাম তবে আমার সঙ্গেও এই একই ঘটনা ঘটত।’
'পেয়ার কা পঞ্চনামা' খ্যাত অভিনেতা মতে, শুধুমাত্র নেপোকিডদের করা ছবির সংখ্যা তুলনা করার পরিবর্তে, যে সমস্ত পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে তাঁরা কাজ করার সুযোগ পেয়েছেন তা দেখা দরকার। কার্তিকের কথায়, ‘আমি মনে করি এটা একটা তুলনা হতে পারে।’
আরও পড়ুন: কোল্ডপ্লের কনসার্টে কেঁদে ভাসালেন শ্রেয়া ঘোষাল! পাশে থাকলেন ৭০ বছর বয়সী বাবা ও বর শিলাদিত্য
কাজের সূত্রে, কার্তিককে সর্বশেষ দেখা গিয়েছিল 'ভুল ভুলাইয়া ৩'-এ। তাছাড়াও তাঁর ছবি 'চান্দু চ্যাম্পিয়ান'ও অনেকের মন জিতে নিয়েছিল। এই ছবির ভিত্তি যাঁর জীবনের গল্প সেই প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকার সম্প্রতি অর্জুন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। সেখানে হাজির ছিলেন অভিনেতাও। তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করেন।
এই বিশেষ সম্মানে ভূষিত হওয়ার জন্য কার্তিক মুরলিকান্ত পেটকারের উদ্দেশ্যে লেখেন, ‘বড় পর্দায় আপনার জীবনের নানা মুহূর্ত ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছিলাম। সেখান থেকে শুরু করে আজ রাষ্ট্রপতি ভবনে আপনার অর্জুন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার সাক্ষী হতে পেরে সত্যি আমি আপ্লুত। প্রতিটি মুহূর্ত ছিল স্বপ্নের মতো। তবে মনে হচ্ছে এত দিনে আমাদের ছবিটা একটা সঠিক সমাপ্তি খুঁজে পেয়েছে। কিন্তু আপনাকে যতটা জেনেছি তা থেকে বলতে পারি একজন অপ্রতিরোধ্য চ্যাম্পিয়নের এটা ক্লাইম্যাক্স হতে পারে না ... অনুপ্রেরণা দিতে থাকুন স্যার।’