বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aaryan On Shehzada: ‘সমস্যা হচ্ছিল কিছু…’, শেহজাদার জন্য কেন পারিশ্রমিক ফিরিয়ে দিতে হল কার্তিককে?

Kartik Aaryan On Shehzada: ‘সমস্যা হচ্ছিল কিছু…’, শেহজাদার জন্য কেন পারিশ্রমিক ফিরিয়ে দিতে হল কার্তিককে?

শেহজাদা ছবিতে কার্তিক আরিয়ান। 

শেহজাদা-তে সহ-প্রযোজকের ভূমিকায় দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। অভিনেতা রয়েছেন মুখ্য চরিত্রে। কীভাবে এই সিনেমার প্রযোজক হলেন তিনি?

কার্তিক আরিয়ান তাঁর সর্বশেষ ছবি শেহজাদা দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা সেই পরিস্থিতির বিষয়ে মুখ খোলেন যার ফলে শুধু যে এই ছবির জন্য নেওয়া ফি ফেরত দিয়েছিলেন তাই নয়, সঙ্গে এই ছবির সহ-প্রযোজকও হয়ে ওঠেন। শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। 

শেহজাদাতে কার্তিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৃতি শ্যানন ও পরেশ রাওয়ালকে। রোহিত ধাওয়ান পরিচালিত ছবিটি ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ১০ ফেব্রুয়ারি শেহজাদার মুক্তি পাওয়ার কথা। কিন্তু ‘পাঠানের প্রতি শ্রদ্ধার কারণে’ ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পেয়েছে বক্স অফিসে, সেই থেকে রাজত্ব করছে বক্স অফিসে। 

তিনি কি পারিশ্রমিক কমিয়েছেন বা শেহজাদার প্রযোজক হিসাবে প্রফিট-শেয়ারের ভিত্তিতে কাজ করছেন জানতে চাওয়া হলে কার্তিক ই-টাইমসকে বলেন, ‘প্রাথমিকভাবে আমি শেহজাদার একজন প্রযোজক হিসাবে অনবোর্ড ছিলাম না। আমি প্রথমে ছবির জন্য আমি পারিশ্রমিক নিয়েছিলাম। এবং তারপরে একটি সংকট তৈরি হয়। চলচ্চিত্রটি একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এবং কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারও একটা প্রয়োজন ছিল ওদের। তাই আমি আমার প্রযোজককে প্রশ্ন করে অর্থ ছেড়ে দেই। এভাবেই পুরো বিষয়টি, আমার একজন সহ-প্রযোজক হওয়ার ব্যাপারটা শুরু হয়।’

তিনি তার পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছেন কিনা তা বিশেষভাবে জিজ্ঞাসা করা হলে উত্তর দেন, ‘প্রায়, প্রায়। একভাবে, এর ফলে ছবিটি থেকে কিছুটা বোঝা কমে গেছে। আমি ছবিটি তখন সাইন করেছিলাম যখন ভুল ভুলাইয়া ২ সাইনও করিনি। এই ছবি (শেহজাদা)-র বাজেট খুব বেশি একটা ছিল না, কিন্তু অ্যাকশন ফিল্মের জন্য কিছু বাজেট প্রয়োজন। তখন আমাকে পারিশ্রমিক ছেড়ে দিতেই হল। তবে এখন একটা ভালো দিক হল আমরা বর্তমানে ঠিকঠাক জায়গায় আছি। ’

প্রযোজক হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে কার্তিক শেহজাদার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বলেন, ‘চলচ্চিত্রে কাজ করতে গিয়ে আমরা প্রায়ই সমস্যার মুখোমুখি হই। সব সিনেমারই সমস্যা আছে। আমি যে ফিল্ম করি তার সাথে আমি সবসময় পুরোপুরি জড়িত থাকি। এটা সবসময়ই হয়ে থাকে। এর কৃতিত্ব আমার প্রযোজকদের যারা আমাকে প্রযোজক হিসেবে ক্রেডিট দিয়েছেন ছবিতে।’

শেহজাদা-তে মনীষা কৈরালা এবং রনিত রায়কেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। এটি তেলেগু মুভি আলা বৈকুন্ঠপুররামলু এর অফিসিয়াল হিন্দি রিমেক। তেলেগু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.