৩২ বছরে পা রাখলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ২২ নভেম্বর সকাল থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভেসেছেন অভিনেতা। জন্মদিন শুরুর মধ্যরাতেই বাড়ির তরফ থেকে মিলেছে সারপ্রাইজ। কেকে কেটে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন তিনি।
এদিন সন্ধ্যায় মুম্বইয়ে ইন্ডাস্ট্রির সহকর্মী এবং বন্ধুদের উদ্দেশ্যে পার্টি থ্রো করেছেন কার্তিক। অভিনেতার বাবা-মা এবং বোনও হাজির ছিলেন এই পার্টিতে। অভিনেতার আসন্ন সিনেমা ‘ফ্রেডি’র সহ অভিনেত্রী আলিয়া এফ-ও হাজির ছিলেন। অনন্যা পান্ডে, আয়ুষ্মান খুরানা, দিশা পাটানি, শর্বরী ওয়াঘ, বাণী কাপুর, জ্যাকি ভগনানি, মণীশ মালহোত্রা, আয়ুষ শর্মা, ভূষণ কুমার, ঈশিতা রাজ শর্মা, রনিত রায়, লভ রঞ্জন, রমেশ তৌরানি, অভিষেক কাপুর, কবির খান, মিনি মাথুর, সাজিদ নাদিয়াদওয়ালা, মুকেশ ভাট, বান্টি ওয়ালিয়া, রোহিত ধাওয়ান এবং তার স্ত্রী জানভি দেশাই ধাওয়ান এবং আরও তারকা যোগ দেন কার্তিকের জন্মদিন পার্টিতে।
আরও পড়ুন: ১৩ তম বিবাহবার্ষিকী, ‘কুকি’ রাজ কুন্দ্রাকে ভালোবাসায় মুড়ে দিলেন শিল্পা শেট্টি
উপস্থিত তারকারা সকলে পার্টিতে সেরার থেকে সেরা পোশাক পরে হাজির হয়েছিলেন। অনেকেই সাদা-থিমযুক্ত পোশাক বেছেছিলেন পার্টির জন্য। তারকা খচিত অনুষ্ঠানে কোন তারকা কী পরেছিল দেখুন-
অভিনেতা কার্তিক আরিয়ান নিজের জন্মদিন পার্টিতে বিলাসবহুল গাড়িতে চেপে হাজির হয়েছিলেন। এ দিনের জন্য সাদা রঙের পোশাক বেছে নিয়েছিলেন তিনি।
এ দিন দুধ সাদা পা চেরা বডিকন পোশাকে পার্টিতে হাজির হয়েছেন কার্তিকের ‘ফ্রেডি’র সহ অভিনেত্রী আলিয়া এফ।
অভিনেত্রী অনন্যা পান্ডেও সাদা বডিকন পোশাক বেছে নিয়েছিলেন কার্তিকের জন্মদিন পার্টির জন্য।
অভিনেত্রী দিশা পাটানি এ দিন সাদা স্টাইলিশ ফ্রক পরে পার্টিতে হাজির হয়েছিলেন।
অভিনেতা আয়ুষ্মান খুরানার লুক-
অভিনেত্রী শর্বরী ওয়াঘ-এর লুক-
মাল্টি কালার বডিকন পোশাকে লাস্যময়ী অবতারে অভিনেত্রী বাণী কাপুর-
আপনার চোখে এ দিন কার আউটফিট সেরা ছিল?