মুক্তি পেল ভুল ভুলাইয়া ৩। দিওয়ালি উপলক্ষ্যে বক্স অফিস আসতেই প্রথম দিনই ছক্কা হাঁকাল কার্তিক আরিয়ানের ছবি। প্রথম দিনের ফাটাফাটি ব্যবসা দেখেই সিদ্ধি বিনায়ক মন্দিরে ছুটলেন অভিনেতা। দিলেন পুজো।
সিদ্ধি বিনায়ক মন্দিরে কার্তিক আরিয়ান
১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেল কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি অভিনীত ভুল ভুলাইয়া ৩। ছবি যতই মিশ্র প্রতিক্রিয়া পাক না কেন, রিভিউ যতই মোটামুটি আশুক না কেন ব্যবসাই শেষ কথা! আর প্রথম দিন জমিয়ে ব্যবসা করল এই ছবি। আর তারপরই সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন কার্তিক আরিয়ান। তাঁকে এদিন সাদা শার্ট পরে মন্দিরে আসতে দেখা যায়। গলায় ছিল চুনরি। ছবির সাফল্য কামনায় এবং প্রথম দিনের ভালো ব্যবসার জন্য পুজো দেন তিনি।
পাপারাৎজিদের ক্যামেরায় যেমন তিনি ফ্রেমবন্দি হয়েছিলেন তেমনি নিজেও এদিন সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দেওয়ার বেশ কিছু ছবি পোস্ট করেন। তাঁকে গণপতি বাপ্পার সামনে দুই হাত জড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সেই ছবিতে। গনেশ মন্দিরের এই ছবি দিয়ে তিনি লেখেন, 'ধন্যবাদ বাপ্পা আমায় আমার সবথেকে বড় শুক্রবার উপহার দেওয়ার জন্য।'
কার্তিকের সেই পোস্টে ভুল ভুলাইয়া ৩ এ তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'এটা হওয়ারই ছিল। ছবিটা দুর্দান্ত হয়েছে। আপনি আবার ইতিহাস বানাবেন।' আরেক ব্যক্তি লেখেন, 'খুব ভালো লাগল। খুব হেসেছি।'
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ৩ ছবিটির পরিচালনা করেছেন আনিস বাজমি। মুখ্য ভূমিকায় আছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, কাঞ্চন মল্লিক, রাজেশ শর্মা, প্রমুখ। প্রসঙ্গত ২০২২ সালে ভুল ভুলাইয়া ২ ১৪.১১ কোটি টাকার ব্যবসা করেছিল প্রথম দিন। এবার বিকেল ৪ টে পর্যন্ত ভুল ভুলাইয়া ৩ ১৮ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ফলে অনুমান করা হচ্ছে প্রথম দিন বক্স অফিসে এই ছবিটি ২৫ কোটির কাছাকাছি আয় করে ফেলবে।