ভূতের ছবির সেটেও ভূত ছিল! তাও আবার সেটা সোজাসুজি রুহ বাবার মুখোমুখি হয়েছিল! ভয় দেখিয়েছিল কার্তিক আরিয়ানকেই। কী বললেন সেই বিষয়ে কার্তিক?
আরও পড়ুন: আগামী বছর উচ্চমাধ্যমিক, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে রচনার কাতর আর্তি, 'ছেলে যেন পাশ করে যায়...'
কী ঘটেছে?
ভুল ভুলাইয়া ৩ ছবিতে ২ টো মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত তো ছিলেনই, সঙ্গে আরও একটি আত্মা ছিল এই ছবির সেটে। কলকাতায় শ্যুটিংয়ের সময় সেটা টের পান অভিনেতা। এমনটাই সম্প্রতি জানালেন কার্তিক।
কপিল শর্মার তরফে একটি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শোয়ের বাচা হুয়া কন্টেন্টের ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই কার্তিককে এই বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলতে শোনা যায়। অভিনেতা জানান কলকাতার একটি কবরস্থানে তাঁরা যখন শ্যুটিং করছিলেন তখন এক সহকারী পরিচালক তাঁদের ফোনে একটি ভূত খোঁজার অ্যাপ ডাউনলোড করে দিয়েছিলেন।
কার্তিক তখন ফোনে সেই অ্যাপ ডাউনলোড করে এদিক ওদিক ঘোরাতে সেটা প্রেত আত্মার উপস্থিতি জানান দেয় ঠিক মৃত থমাসের কবরের কাছ থেকে। আর সেখানেই কার্তিকের পরবর্তী শটের স্পট মার্ক করা হয়েছিল। এই ঘটনার পরই কী ঘটে সেটা ব্যাখ্যা করতে অভিনেতা বলেন, ' ওই অ্যাপে ওটা সত্যিই হয়েছিল। কিন্তু ওটা কেউ মজা করেছিল কিনা জানি না। কিন্তু যাই হোক আমি আনিস স্যারকে বলে জায়গাটা চেঞ্জ করিয়েছিলাম। বলেছিলাম আমায় থমাসের কবরের কাছে দাঁড় করিও না বাবা। মার্টিনের কাছে পাঠিয়ে দাও।'
তাঁর এক কথা শুনে সবাই চমকে ওঠেন। কিন্তু সেই মুহূর্তে অভিনেতার উপর দিয়ে কোন ঝড় বইছিল ভাবতে পারছেন?
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। আগের দুটো ছবিই বক্স অফিসে দারুণ ভাবে সফল হয়েছিল। এবার পালা তৃতীয় ছবিটির। আনিস বাজমি পরিচালনা করেছেন এই ছবির। মুখ্য ভূমিকায় আছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ।