সকাল-সকাল এয়ারপোর্টে দৌড়তে দেখা গেল কার্তিক আরিয়ানকে। শেহজাদার প্রচারের জন্য চণ্ডীগড়ে ছিলেন তিনি। আর সেখান থেকে আহমেদাবাদের ফ্লাইট ধরতে যাওয়ার পথেই দেখা গেল বিমানবন্দরে দৌড়চ্ছেন তিনি। অভিনেতার টিমের দাবি ‘সবসময় একই পরিস্থিতি’। যদিও কার্তিকের রসিকতা ‘ফ্লাইটটি তাড়াতাড়ি ছিল’।
হেয়ার স্টাইলিস্ট মিলান কেপচাকি ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিয়োটি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘ভিন্ন দিন। ভিন্ন ফ্লাইট। একই ব্যক্তি… একই অবস্থা... সবসময় দৌড়চ্ছে।’ ভিডিয়োতে কার্তিককে একটি ক্রিম রঙের হুডি, কালো প্যান্ট এবং একটি কালো মাস্কে দেখা গিয়েছে। চণ্ডিগড় বিমানবন্দরে জোরে ছুটতে দেখা গেল তাঁকে যাতে ফ্লাইট না মিস হয়।
কার্তিক এবং তার ‘শেহজাদা’ কো-স্টার কৃতি শ্যানন ছবির প্রচারের জন্য পঞ্জাব গিয়েছিলেন। একদিন আগেই মুম্বাইতে ফিরেছিলেন কৃতি। ২০১৯ সালের সিনেমা ‘লুকা ছুপি’র পর এটি একসঙ্গে তাঁদের দ্বিতীয় সিনেমা। সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহিত ধাওয়ান। ১০ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি৷ আরও পড়ুন: দুবাইয়ের বুর্জ খলিফায় দেখানো হল পাঠান-এর ট্রেলার, নাচলেন শাহরুখ, দেখুন ভিডিয়ো
ভূষণ কুমার রয়েছেন শেহজাদার সহ-প্রযোজকের দায়িত্বে। যিনি কার্তিকের শেষ ব্লকবাস্টার ভুল ভুলাইয়া ২-রও প্রযোজনা করেছিলেন। শেহজাদা আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, রণিত রায় এবং শচীন খেদেকর। আরও পড়ুন: দিভিতা পেলেন না মুকুট! Miss Universe 2022-জিতলেন আমেরিকার আর'বনি গ্যাব্রিয়েল
সম্প্রতি কার্তিককে বলতে শোনা যায়, তাঁর আশা শেহজাদা বক্স অফিসে ২০০ কোটির ঘর পেরিয়ে যাবে। অভিনেতা বলেন, ‘আমি কৃতজ্ঞ যে লোকেরা প্রেক্ষাগৃহে আমার সিনেমাগুলি দেখতে আসছে। এবং আমি আশা করি এই সিনেমাটা এবং ভবিষ্যতেও যে কাজগুলি করব সেক্ষেত্রেও একই জিনিস ঘটবে৷ আশা করি শেহজাদা ২০০ কোটির ঘর ছাড়িয়ে যাবে। আর এটা ফ্যামিলি ড্রামা, যা পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারবে। আমি আশা করছি গোটা পরিবার একসঙ্গে সিনেমা হলে আসবে।’
প্রযোজক ভূষণ কুমারেরও আশা, ‘আমরা অবশ্যই ভুল ভুলাইয়া ২-এর রেকর্ড ভাঙবে। এটিতে সবকিছু রয়েছে: পরিবার, অ্যাকশন, কমেডি, গান। সুতরাং, ভুল ভুলাইয়া ২ (বক্স অফিস)-এর রেকর্ড ভাঙা নিশ্চিত।’