ইংরেজি নতুন বছরকে কার্তিক আরিয়ান স্বাগত জানালেন আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে। তবে তাঁর লুক দেখে রীতিমতো চমক সকলের। 'চান্দু চ্যাম্পিয়ন' ও 'ভুল ভুলাইয়া ৩'-এর মুক্তির মধ্য দিয়ে ২০২৩ সালটা দারুণ কাটানো কার্তিক বুধবার পুজো দিলেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। লম্বা চুল এবং এক গাল দাড়ির সঙ্গে দেখা মিলল অভিনেতার।
ইনস্টাগ্রামে পাপারাৎজিদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি নতুন ভিডিয়োতে কার্তিককে সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা যায়। অভিনেতা সাদা ট্রাউজারের সাথে একটি লাল শার্ট বেছে নিয়েছিলেন। খুব সম্ভবত পরের ছবিতে এরকমই লুক থাকবে তাঁর।
আরও পড়ুন: ‘এত নেগেটিভিটি…’, কেন দীপঙ্করকে বিয়ের খবর ১ বছর লুকোলেন অহনা! মাকে জানিয়েছিলেন, জবাব ‘মিশকা’র
নতুন লুক দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, 'ওকে খুব হ্যান্ডসাম লাগছে!' আরেকজন মন্তব্য করেছেন, ‘আমি নিশ্চিত এটা কার্তিকের পরের ছবির লুক। দুর্দান্ত লাগছে’। তৃতীয়জন লেখেন, ‘আশা করি ২০২৫ সাল আরও দুর্দান্ত কাটবে কার্তিকের। ছবিও হবে সুপার ডুপার হিট।’
আরও পড়ুন: আর ছোট্টটি নেই তারক মেহতা-র সোনু! বিয়ে করে নিলেন ঝিল মেহতা, এখন কী করেন তিনি, কী পরিচয় বরের
কার্তিকের নতুন লুক সম্পর্কে
অনুরাগ বসুর আসন্ন শিরোনামহীন মহাকাব্যিক মিউজিকাল লাভস্টোরির জন্য কি এই চেহারা? অভিনেতা ইতিমধ্যে গত বছরের সেপ্টেম্বরে এই প্রোজেক্টের জন্য শ্যুটিং শুরু করেছিলেন, তবে তার চরিত্র বা ছবির গল্প সম্পর্কে নীরব ছিলেন। এতে আরও অভিনয় করছেন তৃপ্তি দিমরি। এটি কার্তিক এবং তৃপ্তির একসঙ্গে দ্বিতীয় ছবি।
আরও পড়ুন: নিউ ইয়ারে শব্দবাজির কোপ, হৃদরোগে সন্তান-হারা টলিউড অভিনেত্রী, বয়স ছিল ১৮ মাস
কার্তিক সম্প্রতি আনিস বাজমির হরর কমেডি ভুল ভুলাইয়া ৩ দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছেন। তিনি ২০২২ সালের ব্লকবাস্টার সিক্যুয়েল থেকে ঘোস্টবাস্টার রুহ বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। এই সিনেমায় আরও ছিলেন মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, তৃপ্তি দিমরি এবং রাজপাল যাদব। ভুল ভুলাইয়া ৩ ভারতীয় বক্স অফিসে ২৫০ কোটি টাকার বেশি আয় করে। ২৭ ডিসেম্বর নেটফ্লিক্সে ছবিটির প্রিমিয়ার হয়েছিল।
গত সপ্তাহে, কার্তিক আরও ঘোষণা করেছিলেন যে তিনি করণ জোহরের ধর্মা প্রোডাকশনের আসন্ন সিনেমায় থাকছেন মুখ্য চরিত্রে, যার নাম ‘তু মেরি ম্যায় তেরা’।