ভুল ভুলাইয়া ৩ ছবিটি মুক্তি পেয়েছিল কিছুদিন আগেই। দীপাবলির সময় বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল কার্তিক আরিয়ান অভিনীত ছবিটি। এবার ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির এই ছবিটি আসতে চলেছে ওয়েব মাধ্যমে। আপনার যদি বড় পর্দায় গিয়ে দেখা হয়ে ওঠেনি, বা বাড়ি বসে আবারও আয়েশ করে ছবিটি দেখতে চান তাহলে জেনে নিন কোথায় এবং কবে থেকে এটি দেখা যাবে।
ওয়েব মাধ্যমে আসছে ভুল ভুলাইয়া ৩
এদিন টি সিরিজ অর্থাৎ ভুল ভুলাইয়া ৩ ছবিটির প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয় ভুল ভুলাইয়া ৩ ছবিটি ওয়েব মাধ্যমে মুক্তি পেতে চলেছে। নেটফ্লিক্সে দেখা যাবে এই হরর কমেডি ঘরানার ছবিটি। কবে থেকে? আগামী ২৭ ডিসেম্বর থেকে।
এদিন টি সিরিজের তরফে ঘোষণা করে এক্স হ্যান্ডেল অর্থাৎ যা টুইটার নামে পরিচিত সেখানে লেখা হয়, 'রহস্যের দরজা খুলছে শীঘ্রই। মিস করবেন না যেন। ভুল ভুলাইয়া ৩ নেটফ্লিক্স ইন্ডিয়ায় স্ট্রিম করবে ২৭ ডিসেম্বর থেকে। তৈরি হয়ে যান।'
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ের এই ছবিটির পরিচালনা করেছেন আনিস বাজমি। রুহ বাবা হয়ে ধরা দিয়েছেন কার্তিক আরিয়ান। মঞ্জুলিকা OG হিসেবে প্রথম ভাগের পর আবারও এই ছবিতে ফিরে এসেছেন বিদ্যা বালান। সঙ্গে আরও এক মঞ্জুলিকা হিসেবে আছেন মাধুরী দীক্ষিত। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তৃপ্তি দিমরি, কাঞ্চন মল্লিক, প্রমুখ। ছবিতে যে কেবল হালকা ভয় বা মজা আছে সেটাই নয়। আছে এক সামাজিক বার্তাও। বিশ্বজুড়ে বক্স অফিসে ছবিটি প্রায় ৪২০ কোটির উপর ব্যবসা করেছে। এবার ওয়েব মাধ্যমে ছবিটি কেমন সাড়া পায় সেটাই দেখার।
আরও পড়ুন: পারফরমেন্সের মাঝেই অরিজিৎকে তাক করে হুডি ছুঁড়ল ভক্ত! গান থামিয়ে এটা কী করলেন গায়ক?
আরও পড়ুন: 'অর্গানিক হিটের' গল্প নেই, বহুরূপী পেরিয়ে গেছিল টেক্কাকে, বছর শেষে মানলেন 'স্পোর্টিং' সৃজিত