ভুল ভুলাইয়া ৩ ছবিটি গত ১ নভেম্বর মুক্তি পেয়েছিল বড় পর্দায়। কার্তিক আরিয়ান অভিনীত ছবিটি বক্স অফিসে বেশ জাঁকিয়ে ব্যবসা করেছে। শুরুর দিকে সিংঘম এগেনের থেকে পিছিয়ে থাকলেও সপ্তাহ দুয়েকের মাথায় সেই ঘাটতি পূরণ করে এগিয়ে যায়। শুধু তাই নয় ভারতীয় বক্স অফিসে ২৫০ কোটির গণ্ডিও টপকে যায়। এবার সেই ছবিই আসছে OTT মাধ্যমে। কোন প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিনেমা?
OTT মাধ্যমে আসছে ভুল ভুলাইয়া ৩
ভুল ভুলাইয়া ৩ ছবিটি বক্স অফিস দাপানোর পর এবার মুক্তি পেতে চলেছে OTT মাধ্যমে। ভাবছেন কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি? নেটফ্লিক্সে দেখা যাবে কার্তিক আরিয়ান অভিনীত এই ভৌতিক কমেডি ছবিটি। ২০২৫ সালের জানুয়ারি মাসেই ওয়েব মাধ্যমে মুক্তি আসছে ছবিটি। ফলে যাঁদের বড় পর্দায় গিয়ে এই ছবি দেখার সুযোগ হয়নি, এবার তাঁদের কাছে আসছে সেই সুবর্ণ সুযোগ। ঘরে বসেই দেখা যাবে ছবিটি। যদিও প্রথমে ঠিক ছিল ডিসেম্বরেই ওয়েব মাধ্যমে আসবে ছবিটি। তবে এখন সেটা পিছিয়ে জানুয়ারি মাসে করে দেওয়া হয়েছে। তবে কোন দিনে মুক্তি পাবে ছবিটি সেটা নির্দিষ্ট করে বলা হয়নি এখনও।
ভুল ভুলাইয়া ৩ ছবিটি প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট এটি। এখানে রুহ বাবার চরিত্রে কার্তিক আরিয়ান আছেন। সঙ্গে বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি আছেন। ভৌতিক কমেডির সঙ্গে একটি বিশেষ সামাজিক বার্তাও দেওয়া হয়েছে এই ছবিটিতে। বিদ্যা বালান অর্থাৎ মঞ্জুলিকা OG এই ছবিতে ফিরে এসেছেন। সঙ্গে ডাবল মঞ্জুলিকা হিসেবে আছেন মাধুরী দীক্ষিত। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বিজয় রাজ, রাজপাল যাদব, কাঞ্চন মল্লিক, প্রমুখ।
আরও পড়ুন: হাত জোড় করে ভক্তের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, ধরলেন কানও! কী হল হঠাৎ?
প্রসঙ্গত ভারতীয় বক্স অফিসে ভুল ভুলাইয়া ৩ ছবিটি ২৭৫ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। অন্যদিকে বিশ্বজুড়েও ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্টটি ৪০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। ফলে ২০২৪ সালের এটা যে অন্যতম ব্লকবাস্টার হিট সেটা বলাই যায়।