'শেহজাদা' কার্তিক ভুল ভুলাইয়া ২-এর রোয়াব বজায় রাখতে পারলেন না নতুন ছবিতে। এই ছবির 'শুভ মুক্তি' ভীষণই ম্যাড়ম্যাড়ে হল। প্রথম দিন বক্স অফিসে শেহজাদা মাত্র ৬ কোটি টাকা আয় করল। কার্তিকের কেরিয়ারের সেরা ছবি ভুল ভুলাইয়া ২ প্রথম দিনের আয়ের তুলনায় শেহজাদার আয় ভীষণই নগণ্য। ফলে রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিটির শুরুটা মোটেই ভালো হল না যে সেটা বলাই যায়।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে লেখেন, 'শেহজাদা প্রথমদিন বেশ নিরাশ করল। একটি টিকিট কিনলে আরেকটি টিকিট মিলবে এই অফার থাকা সত্বেও ভালো ব্যবসা করল না এই ছবি। মহাশিবরাত্রির দিন হয়তো তুলনামূলক ভালো ব্যবসা করতে পারে এই ছবি। তবে লড়াইয়ে টিকে থাকতে গেলে বড়সড় জাম্প দরকার এই ছবির। শুক্রবার এই ছবি মোট ৬ কোটি টাকার ব্যবসা করেছে।'
তবে ট্রেড ইন্সাইডার সাচনিল্ক অন্য আরেকটি রিপোর্টে জানিয়েছেন যে প্রথম দিন এই ছবি ৭ কোটি টাকার ব্যবসা করেছে। তবে তাও এটি ভুল ভুলাইয়া ২-এর প্রথম দিনের ব্যবসার তুলনায় অনেকটাই কম। বলা যায় অর্ধেক। ভুল ভুলাইয়া ২ ছবিটি প্রথমদিন ১৪ কোটি টাকার ব্যবসা করেছিল।
তরণ আদর্শ তাঁর একটি টুইটে জানিয়েছেন কোন জাতীয় মাল্টিপ্লেক্সে এই ছবি কত ব্যবসা করেছে। তাঁর পোস্ট অনুযায়ী, 'শেহজাদা প্রথম দিনে পিভিআরে ১.৪৭ কোটি, আইনক্সে ৯২ লাখ, সিনেপোলিসে ৫৩ লাখ আয় করেছে। ফলে জাতীয় মাল্টিপ্লেক্সে এই ছবি মোট ২.৯২ কোটি টাকার ব্যবসা করেছে।'
তবে ভুল ভুলাইয়া ২-এর তুলনায় যতই ঠাণ্ডা শুরু হোক এই ছবির তবে একই সময় মুক্তি পাওয়া হলিউড ছবিগুলোর তুলনায় এটা ভালো ব্যবসা করেছে। অ্যান্টম্যান পিভিআরে ২.৩৫ কোটি, আইনক্সে ১.০৫ কোটি এবং সিনেপলিসে ৭৫ লাখের ব্যবসা করেছে। অর্থাৎ জাতীয় মাল্টিপ্লেক্সে মোট ৪.১৫ কোটির ব্যবসা করেছে যা গোটা দেশজুড়ে আয়ের হিসেব করলে আর একটু বাড়বে।
শেহজাদা ছবিটি আদতে একটি তেলুগু ছবি আলা বৈকুণ্ঠপুরামুলোর অফিসিয়াল হিন্দি রিমেক। এই ছবিতে কার্তিক ছাড়াও কৃতি শ্যানন, পরেশ রাওয়াল, রনিত রায়, সানি হিন্দুজা, প্রমুখকে দেখা যাচ্ছে। লুকা ছুপির পর এই ছবিতে আবার কার্তিক কৃতির জুটিকে দেখা যাচ্ছে।