কার্তিক আরিয়ানকে দর্শকরা শেষবার দেখেছেন ভুল ভুলাইয়া ৩ ছবিটিতে। বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে এই ছবিটি। কিন্তু একই সঙ্গে সিংঘম এগেন ছবিটির সঙ্গে টক্কর হয়েছিল। তাই অনেকেই মনে করছেন এই ছবি দুটো একই সময় মুক্তি পাওয়ার কারণে দুটো ছবির ব্যবসায় তার প্রভাব পড়েছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন খোদ কার্তিক। জানালেন এই দুটো ছবি বক্স অফিসে মুখোমুখি হওয়ায় সত্যিই তাঁর হার্টবিট বেড়ে গিয়েছিল।
আরও পড়ুন: ‘আমাদের নিরাপত্তার স্বার্থে অকারণ জল্পনা বন্ধ করুন’, সইফের হামলা নিয়ে মুখ খুললেন করিনা
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি কার্তিক আরিয়ান জানিয়েছেন তাঁরা একদিকে তাঁদের ছবি ভুল ভুলাইয়া ৩ কে নিয়ে যেমন উচ্ছ্বসিত ছিলেন তেমনি ভয় পাচ্ছিলেন যেহেতু এই ছবিটি বক্স অফিসে সিংঘম এগেন ছবিটির সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছিল। প্রথম দিকে তাঁরা খুশি এবং একই সঙ্গে কনফিডেন্ট ছিলেন যে তাঁদের ছবিটি দর্শকদের পুরোদমে বিনোদন দেবে যেহেতু আর অন্য কোনও ছবি মুক্তি পাওয়ার কথা ছিল না। কিন্তু যখন জানা গেল দুটো ছবিই একদিনে মুক্তি পাচ্ছে তখন ধীরে ধীরে উদ্বেগ বাড়তে শুরু করে।
কার্তিক জানান ভুল ভুলাইয়া ৩ যেদিন মুক্তি পায় সেদিনটি তাঁর প্রথম ছবির মুক্তির মতোই টেনশন হচ্ছিল। তবে যতই ভয়, উদ্বেগ থাকুক না কেন শেষ পর্যন্ত যখন তাঁদের সহিত বক্স অফিসে হিট করল তখন তাঁরা নিশ্চিন্ত হন যে তাঁদের আড়াই বছরের কষ্ট বিফলে যায়নি।
তবে এদিন কার্তিক এও মেনে নেন যে যেহেতু এই ছবি দুটোই উৎসবের সময়, দিওয়ালিতে মুক্তি পেয়েছে তাই দুটো ছবিই যথেষ্ট সময় পেয়েছে ভালো ব্যবসা করার। আর তাঁদের ছবিটি যেহেতু ভৌতিক কমেডি ঘরানার তাই সেটা আরও বেশি করে মানুষের মন ছুঁয়ে গিয়েছে। কার্তিকের মতে দিওয়ালি এমন একটা সময় যখন অনেকেই সিনেমা দেখতে যান। সবাই উৎসবের আমেজ থাকে, তাই সিনেমা হলে দর্শক সংখ্যা বাড়ে। তবে এই ছবি দুটোই যদি দিওয়ালির বদলে বছরের অন্য সময় সাধারণ একটি শুক্রবারে মুক্তি পেত তাহলে হয়তো দুটো ছবির ক্ষেত্রেই ব্যবসা করা চাপ হতো।
আরও পড়ুন: সইফের বাড়ি না জেনেই সেখানে ঢুকে পড়েন আততায়ী! কোথা দিয়ে প্রবেশ করে, কী কী জানা গেল তদন্তে?
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ের এই ছবিটির পরিচালনা করেছেন আনিস বাজমি। রুহ বাবা হয়ে ধরা দিয়েছেন কার্তিক আরিয়ান। মঞ্জুলিকা OG হিসেবে প্রথম ভাগের পর আবারও এই ছবিতে ফিরে এসেছেন বিদ্যা বালান। সঙ্গে আরও এক মঞ্জুলিকা হিসেবে আছেন মাধুরী দীক্ষিত। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তৃপ্তি দিমরি, কাঞ্চন মল্লিক, প্রমুখ। ছবিতে যে কেবল হালকা ভয় বা মজা আছে সেটাই নয়। আছে এক সামাজিক বার্তাও। বিশ্বজুড়ে বক্স অফিসে ছবিটি প্রায় ৪২০ কোটির উপর ব্যবসা করেছে।