কার্তিক আরিয়ান এবং লাভ রঞ্জন বেশ হিট অভিনেতা-পরিচালক জুটি। তাঁরা একসঙ্গে কাজ করেছেন, 'পেয়ার কা পঞ্চনামা' ফ্র্যাঞ্চাইজি এবং 'সোনু কে টিটু কি সুইটি'- এর মতো জনপ্রিয় সব সিনেমায়। তবে বহু দিন এই অভিনেতা- পরিচালক জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তাই অনুরাগীরা অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছেন যে কবে আবার তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে।
অবশেষে ভক্তদের জন্য প্রকাশ্যে এল সেই সুসংবাদ। সম্প্রতি এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে যে, এই জুটি 'সোনু কে টিটু কি সুইটি' -এর সিক্যুয়েলের জন্য আবার একসঙ্গে কাজ করার কথা ভাবছে। কার্তিকের সর্বশেষ ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বর্তমানে অভিনেতা ব্যাক টু ব্যাক ছবির কাজে ব্যস্ত। তবে এই সবের মধ্যে লাভ রঞ্জনের সঙ্গে তাঁর জুটি বাঁধার খবরে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।
আরও পড়ুন: আদিত্যর সঙ্গে ভেঙেছে সম্পর্ক, 'খুব কষ্ট দেয়…' ব্রেকআপ নিয়ে অকপট অনন্যা!
সম্প্রতি প্রকাশ্যে আসা ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, কার্তিক 'সোনু কে টিটু কি সুইটি' -এর সিক্যুয়েলের জন্য লাভ রঞ্জনের সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় বসেছেন। প্রসঙ্গত, এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও অভিনয় করেছিলেন সানি সিং এবং নুসরত ভররুচা।
পিপিং মুনের মতে, কার্তিক আরিয়ান ও নুসরত ভররুচাকে গত মঙ্গলবার লাভ রঞ্জনের অফিসে দেখা গিয়েছিল। আর সেখান থেকে অনেকে অনুমান করছেন যে কার্তিক সিক্যুয়ালের জন্য তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। খবর কার্তিক গল্পটি পছন্দ করেছিলেন এবং এটিতে কাজ করার জন্য রাজিও হয়েছেন। বর্তমানে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। লাভ রঞ্জন বর্তমানে -এর চিত্রনাট্য লেখা নিয়ে ব্যস্ত। চিত্রনাট্য চূড়ান্ত হয়ে গেলেই সমস্ত লজিস্টিক চূড়ান্ত করা হবে।
তবে এখনও জানা যায়নি যে, এই ছবিটির সিক্যুয়েল পার্ট ১ -এর ধারাবাহিকতা হবে নাকি 'পেয়ার কা পঞ্চনামা ২'- এর মতো একেবারে নতুন গল্প হবে। কার্তিক 'পতি পত্নী অর ওহ ২' এবং অনুরাগ বসুর 'আশিকি ৩' শেষ করার পরে এই ছবির কা শুরু করবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, লাভ রঞ্জনের শেষ মুক্তি পাওয়া ছবি ছিল রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর অভিনীত 'তু ঝুঠি মে মক্কর' যা বক্স অফিসে বেশ ভালো ফল করেছিল। এখনও ওটিটিতেও বেশ সারা পাচ্ছে এই ছবি।