২০২৪ সালের ডিসেম্বর মাসে রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়েছিল কাপুর পরিবারের তরফ থেকে। আর কে ফিল্ম ফেস্টিভ্যাল নামক এই অনুষ্ঠানে রাজ কাপুরের ১০০ টি সিনেমা দেখানো হয়েছিল। পিভিআর এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু নামিদামি শিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মার্জিত পোশাক সকলকে মুগ্ধ করেছিল। তবে এই অনুষ্ঠানের একটি ছোট্ট ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছে, আলিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন কার্তিক আরিয়ান। সহ অভিনেত্রী আলিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথনে ঠিক কী বলেছিলেন কার্তিক, জিজ্ঞাসা করে একটি মজাদার উত্তর দিলেন অভিনেতা।
আরও পড়ুন: সইফকে আক্রমণকারীর মতো দেখতে এক ব্যক্তিকে আটক রেলপুলিশের! তদন্তে কী জানা গেল?
আরও পড়ুন: সইফের উপর হামলায় কোনও গ্য়াং-এর হাত নেই, নেহাতই চুরি করতে এসেছিল অপরাধীরা, দাবি মন্ত্রীর
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে একজন মহিলা কার্তিককে প্রশ্ন করেন, আপনি আলিয়ার সঙ্গে এতক্ষণ কী কথা বলছিলেন? আলিয়ার এই প্রশ্নের উত্তরে প্রথমে বেশ কিছুক্ষণ হাসেন কার্তিক। বলেন, রাহার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম, রণবীরের ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। কার্তিকের এই উত্তরে কিন্তু বিন্দুমাত্র আশ্বস্ত হন না ওই মহিলা।
কার্তিকের কথা শুনে মহিলা আরও একবার জিজ্ঞাসা করেন, সত্যিই কি রাহার ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন? প্রশ্ন শুনে কিছুটা বাকরুদ্ধ হয়ে যান অভিনেতা। পরে কিছুটা থেমে বলেন, আমি জিজ্ঞাসা করছিলাম এখানে লিফট কেন চলছিল না। কার্তিকের কৌতুকময় উত্তর শুনে হেসে ফেলেন সেই ভক্ত। অবশেষে কার্তিক বলেন, আমি ওঁর কাজ নিয়ে প্রশ্ন করছিলাম, ও আমার কাজ নিয়ে প্রশ্ন করছিল। আর কিছুই নয়।
আরও পড়ুন: 'রাতে জাগিয়ে রাখতে হবে....', দাম্পত্য সম্পর্ককে চাঙ্গা রাখতে কী করেন রাজ-শুভশ্রী?
প্রসঙ্গত, আলিয়া রণবীর এবং ভিকি কৌশলের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার জন্য ভীষণ ব্যস্ত। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিনেমায় আবার স্বামীর সঙ্গে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে আলিয়াকে। অন্যদিকে ‘আশিকী ৩’ সিনেমায় অভিনয় করতে চলেছেন কার্তিক। এই সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি।