বলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলার এখন কার্তিক আরিয়ান। আপাতত তিনি সিঙ্গেল। স্বভাবতই বিয়ে-প্রেম নিয়ে প্রশ্ন তো উঠবেই। তবে জানেন কি কার্তিকের মা কি চান? ছেলের বিয়ে নিয়ে তার ভাবনা কিন্তু এক্কেবারে আলাদা। এক সাক্ষাৎকারে ফ্রেডি অভিনেতা নিজেই খোলসা করলেন সে কথা।
নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক বিয়ের পরিকল্পনা নিয়ে জানালেন, ‘আমার মা চায় আমি আগামী ৩-৪ বছর মন দিয়ে কাজ করি। মা চায় না আমার মনযোগ অন্য কোথাও যাক। আমারও সব ফোকাস এখন কেরিয়ারে। কপাল ভালো পরিবারের পক্ষ থেকে কোনও চাপ নেই আমার উপরে বিয়ে করার। তবে হ্যাঁ জীবনে ভালোবাসার জায়গা অবশ্যই আছে।’
ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল ২’ করার সময় কো-স্টার সারা আলি খানের প্রেমে পড়়েন। যদিও সে সম্পর্কের মেয়াদ ছিল খুবই কম। এই নিয়ে দুই তারকাই কখনও কথা বলেননি। এরপর কফি উইথ করণের চলতি সিজনে করণ জোহর এই ভেঙে যাওয়া প্রেমের খবরকে মান্যতা দেন। আরও পড়ুন: কার্তিক আরিয়ানের বড় ভক্ত আর এগুলোই জানেন না! জানুন নায়কের জীবনের কিছু গোপন দিক
২০১১ সালে লাভ রঞ্জনের প্যায়ার কা পঞ্চনামা দিয়ে পা রাখেন বলিউডে। সবচেয়ে বেশি পরিচিতি পান সোনু কে টিটু কে সুইটি দিয়ে। এরপর লুকোছুপি, লাভ আজ কাল ২, পতি পত্নী অর ও ছবিতে কাজ করেছেন। ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ফ্রেডি’। এই সিনেমায় অভিনেতার চরিত্রটি একেবারেই আলাদা ধরনের। যে দিনে ডাক্তার আর রাতে সিরিয়াল কিলার। দিনকয়েক আগেই নিজের নতুন কাজ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘আমি সত্যিই ভাবিত নই ফ্রেডি কেমন চলবে। কারণ আমি জানি দর্শকরা খুব বুদ্ধিমান। আমরা ৪৫ সেকেন্ড থেকে ১ মিনিটের একটা ট্রেলার দিয়েছি আর ওরা ওখান থেকে ছোট ছোট জিনিস বের করে উপভোগ করছে। আমার খুব ভালো লেগেছে যে ওরা এসব জিনিসও নোটিস করেছে। আমি নিজেও দর্শক হিসেবেই কোন সিনেমা দেখি। আমারও ভালো লাগে চমকে যেতে বা উত্তেজিত হতে। আমি ফ্রেডিকে আমার ফিল্মোগ্রাফির দুর্দান্ত সংযোজন হিসেবেই দেখছি।’