বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সোমাশ্রী ভট্টাচার্য ওরফে শানায়া ভট্টাচার্য। ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন নায়িকা। তবে সোমাশ্রীকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে জি বাংলা ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিক। এই পিরিয়ড ড্রামায় প্রসন্নর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
প্রসন্নর চরিত্রে সোমাশ্রী এক সরল-সাধাসিধে মেয়ে হিসাবে দর্শক দেখেছে তাঁকে। পাশাপাশি একদম সাবেকিয়ানা সাজেই তাঁকে পর্দায় দেখতে অভ্যস্ত অনুরাগীরা। যদিও রিয়েল লাইফে একদম অন্যরকম সোমাশ্রী। সদ্যই বিয়ে সেরেছেন অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক শুভময় মিত্রর সঙ্গে গত জুন মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন সোমাশ্রী। সেই বিয়ের সব খবর তো আগেই জেনেছেন আপনারা, আর এবার বরকে নিয়ে হানিমুন পর্ব সেরে ফেলেলন সোমাশ্রী। চোখে রোদচশমা, বুকের সুবিশাল ট্যাটু জ্বলজ্বল করছে। স্বামীর সঙ্গে সোমাশ্রীর এই প্রেমেমাখা ছবি রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে। আরও পড়ুন-বিয়ে করলেন জি বাংলার জনপ্রিয় নায়িকা, শ্যুটিং ফেলে বিয়েতে হাজির ‘উচ্ছেবাবু’ আদৃত!

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মধুচন্দ্রিমা পর্বের একটি হট ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা গেল অতল নীল সমুদ্রে প্রমোদতরীতে ভেসে চলেছেন নবদম্পতি। সোমশ্রীর পরনে কালো রঙা বিকিনি, নিজের পেলব তনু ফ্লন্ট করছেন সোমাশ্রী। তাঁর এমন সেক্সি অবতার দেখে তো মূর্ছা যাওয়ার জোগাড় ফ্যানেদের।
তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার সোমাশ্রীর বিকিনি লুক দেখেছে দর্শক। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই উষ্ণতার পারদ চ়ড়ান নায়িকা। দেখুন ক্রিম রঙের অন্তর্বাস, জলে ভেজা সারা শরীরে একদম আবেদনময়ী অবতারে শানায়াকে। আরও পড়ুন-‘রাণী রাসমণি’ খ্যাত সোমশ্রীর বিয়ের রিসেপশনে চাঁদের হাট, তবে ‘উচ্ছেবাবু’ মিসিং!
সোমাশ্রী শেষ দেখা গিয়েছে আকাশ ৮-এর ‘ইকির মিকির’ ধারাবাহিকে। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলেছে সোমাশ্রীর। দুর্গাপুরের এই মেয়ে ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘কী করে বলব তোমায়’-এর মতো জি বাংলা অসংখ্য হিট মেগার অংশ থেকেছেন।