বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বেশ ডাগর হয়েছ তো’, চার চোখ এক হতেই সারদামণিকে দেখে অবাক শ্রীরামকৃষ্ণ!

‘বেশ ডাগর হয়েছ তো’, চার চোখ এক হতেই সারদামণিকে দেখে অবাক শ্রীরামকৃষ্ণ!

শ্রীরামকৃষ্ণ ও সারদামণি। (ছবি-ইনস্টাগ্রাম)

দেখা হলো শ্রীরামকৃষ্ণ ও সারদামণির।

গদাধরের জীবনে নতুন মোড়। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে রানি মা-র মৃত্যুর পর দেখানো হচ্ছে ‘উত্তর পর্ব’। যেখানে গদাধরের রামকৃষ্ণ পরমহংস হয়ে ওঠার গল্প ফুটে উঠবে। বহুদিন পর তাঁর দেখা হবে সারদামণির সঙ্গে। তা স্ত্রী-কে বহুদিন পর দেখে চিনতে পারবে তো সে?

রামকৃষ্ণদেবের কথা মনে এলেই যেন আসে মা সারদার নাম। ‘উত্তর পর্ব’ দিয়ে রামকৃষ্ণ দেব ও সারদা দেবীর সম্পর্ক ফুটে উঠবে দর্শকদের সামনে। এইবার দর্শকেরা দেখতে পাবেন  রামকৃষ্ণ দেব ও সারদা দেবীর পরিণত বয়সের গল্প। যার শুরুটা হল এভাবেই। এক অন্ধকার রাতে মুখোমুখি সারদা আর গদাধর। স্ত্রীকে দেখে গদাধরের সরল প্রশ্ন, ‘বেশ ডাগর হয়েছো তো! তা এত বড় কবে হলে গা’। যার উত্তরে মা সারদার লাজুক উত্তর, ‘তা আপনিও তো একটু বুড়োটে হয়ে গেছেন। এমন বুড়ো হলেন কবে?’

‘করুণাময়ী রাণী রাসমণি’-তে এতদিন রানি মা-র গল্পই মুগ্ধ করেছিল দর্শককে। রনি মা না-থাকায় চলতি সপ্তাহে একটু পড়েছে TRP। তবে আশা করা যাচ্ছে মা সারদা ওরফে সন্দীপ্তা সেনের অভিনয় দিয়ে আবারও বাঙালি দর্শকদের মনে জায়গা করে নেবে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক।

ইতিমধ্যে গদাধর হিসাবে দারুণ জনপ্রিয়তা তৈরি করেছেন অভিনেতা সৌরভ সাহা। সারদা মা-র রূপে সন্দীপ্তাকেও বেশ মনে ধরেছে দর্শকের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে সন্দীপ্তা জানালেন, ‘বাঙালি মানেই তো রামকৃষ্ণ আর মা সারদা। এরকম একটা চরিত্রে অভিনয় করা অবশ্যই একটা বড় পাওনা। আশা করি দর্শকদের মন জয় করে নিতে পারব।’

বন্ধ করুন