দেশ জুড়ে পালিত হয়েছে করবা চৌথ উৎসব। বেশিরভাগ বিবাহিত মহিলারা এই বিশেষ দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করে সারা দিন নির্জলা উপোস থেকে এই বিশেষ দিনটি পালন করেন মহিলারা। রাতে আকাশের চাঁদ দেখে, স্বামীর হাতে জল পান করে উপোস ভঙ্গ করেন তাঁরা।
শুধু সাধারণ মানুষ নয়, এই বিশেষ দিন বিশেষ ভাবে উদযাপন করতে দেখা যায় তারকা দম্পতিদেরও। তারকা দম্পতি পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল বর্মা। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় দুজনে। নিত্য দিনের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন তাঁরা। তেমনি করবা চৌথ উপলক্ষে স্বামীর সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন পূজা।
করবা চৌথের বিশেষ দিনে স্বামী কুণালকে ঠোঁট ঠাসা চুমু খেয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘শুভ কারবা চৌথ আমার ভালোবাসা।’ তারকা দম্পতির ছবি দেখে মুগ্ধ নেটিজেন। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একটু অন্য ভাবে স্বামীর সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করতে দেখা গেছে নায়িকাকে।