আজ ২০ অক্টোবর দেশজুড়ে পালিত হচ্ছে করওয়া চৌথ। গায়ক শান ও তাঁর উদ্যোক্তা স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়ের জন্য এবার এই করওয়া চৌথ অত্যন্ত স্পেশাল। কেন জানেন? এটা শান-রাধিকার ২৫তম করওয়া চৌথ। আর এই দিনের জন্য HT City-র জন্য ফটোশ্যুটও করেছেন শান। করবা চৌথ প্রসঙ্গে রাধিকা বলেন, ‘বছরের একমাত্র এই দিনটিতেই আমি নতুন বউ-এর মতো সাজগোজ পরি। এই দিন আমি সমস্তরকম পুজো করি, স্বামীর জন্য প্রার্থনা করি, এগুলো আমি বেশ উপভোগও করি। বছরের পর বছর আমাদের একে অপরের প্রতি ভালবাসা শুধুই বেড়েছে আর তাই এই দিনটি অবশ্যই আমাদের জন্য বিশেষ গুরুত্ব রাখে।’
শানের জন্যও করওয়া চৌথের মূল্য অনেক। গায়কের কথায়, ‘প্রাথমিকভাবে, আমাদের বিয়ের পরে, আমি এই রীতিটা বেশ ফিল্মি মনে করতাম। আমি যেহেতু বাঙালি তাই আমি আমার বাড়িতে কখনও করওয়া চৌথ পালন করতে দেখিনি। তবে এখন বহু বছর ধরে আমার কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এখন আমার জীবনে এমন একজন রয়েছে, যে আমার মঙ্গলের জন্য প্রার্থনা করে উপবাস রাখে। আমিও এই দিনটি বাড়িতে থাকি শো রাখি না কারণ এই দিন আমিও না খেয়েই থাকি, আমার স্ত্রীকে যতটা পারি সঙ্গ দি। তবে হ্য়াঁ, চা-কফি, জল এগুলো খাই।’


করওয়া চৌথ প্রসঙ্গে রাধিকা বলেন, ‘আমি সকালে সারগির জন্য এক গ্লাস মশলা দুধ খাই। তারপর চাঁদ ওঠার আগে পর্যন্ত জলস্পর্শ করি না। আমার জন্য, এটা কৃতজ্ঞতা প্রকাশের দিন। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই শানের মতো জীবনসঙ্গীর আমাকে দেওয়ার জন্য। আমি যখন উপোস করি, তখন ও সন্ধে পর্যন্ত উদ্বিগ্ন হয়ে থাকে যে কখন চাঁদ উঠবে। ও দেখতে থাকে। ওর মধ্যে একটা শিশুসুলভ উত্তেজনা থাকে। আমরা যখন পুজো করি, তখন আমাদের ছেলেরা ফটোগ্রাফার হয়ে যায়। কাজ করে। চান্নির মাধ্যমে চাঁদ দেখা, তারপর নিজের জীবনসঙ্গীক দিকে তাকানো, এই বিষয়গুলি আমার বেশ ভালো লাগে। এর মধ্যে একটা রোমান্টিক বিষয় রয়েছে।’
স্ত্রীকে করওয়া চৌথে কী উপহার দিচ্ছেন? এই প্রশ্নে শান জানান, তিনি উপহার দেওয়ার জন্য নির্দিষ্ট দিনের অপেক্ষ করে না, বউ যা চায়, দেন। রাধিকা তখন শানের উদ্দেশ্যে বলেন, ‘আমি এবার তোমার থেকে একটা রূপোর নুপুর চাই।’