কাজ নয়, বিতর্কের কারণ বারবার শিরোনামে উঠে আসেন কাশ্মীরা শাহ। এ বারও ব্যতিক্রম হল না। স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
কাশ্মীরা বিখ্যাত গায়ক অঞ্জনিবাই লোলেকারের নাতনি কাশ্মীরা। ১৯৯৬ সালে 'ইয়েস বস' ছবি দিয়ে বলিউডে তাঁর হাতেখড়ি হয়। এর পরেও অভিনয় করেন একাধিক ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'কেউ বলিউড বা স্বজনপোষণ নিয়ে কথা বললে আমার গায়ে লাগে। স্বজনপোষণটা কোনও ব্যাপার না। আমিই তার উদাহরণ। আমি ভালো অভিনয় করতে পারি। তাই কাজ পেয়েছি। তাই স্বজনপোষণ নিয়ে কথা বললে আমার ভালো লাগে না।'
শুধু অভিনয় না, পরিচালনা-প্রযোজনাতেও হাত পাকিয়েছেন ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী। ২০১৯ সালে 'মরনে ভি দো ইয়ারো' তৈরি করেন তিনি। এখন 'শ্রীমান ঐশ্বর্যা রাই'-এর কাজ নিয়ে ব্যস্ত। বলিউড প্রসঙ্গে তাঁর বক্তব্য, 'ইন্ডাস্ট্রির বিরুদ্ধে লোকের বক্তব্য শুনতে শুনতে হাঁপিয়ে গিয়েছি। আমি বলতে চাই, এখানে বন্ধুত্বের মূল্য দেওয়া হয়। মানুষ একে অপরের কথা ভাবে। মানুষ এখানে পরিবারের খুঁটির জোরে নয়, নিজের প্রতিভার জন্য কাজ পায়।
ছোট পর্দায়ও চেনা মুখ কাশ্মীরা। 'বিগ বস', 'স্টিল ইয়োর গার্লফ্রেন্ড', 'ফায়ার ফ্যাক্টর: খতরোঁ কা খিলাড়ি'-র মতো অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে।